একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল
আজ ২৯ নভেম্বর, বুধবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এর পাশাপাশি পাকিস্তান, ফিনল্যান্ড, রাশিয়া ও ইউক্রেনের উল্লেখযোগ্য খবরও আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।
যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদে গতকাল মঙ্গলবার ইসরায়েলের কারাগার থেকে আরও ৩০ ফিলিস্তিনি নারী ও শিশু মুক্তি পেয়েছে। আর গাজা থেকে হামাস মুক্তি দিয়েছে ১০ ইসরায়েলি ও ২ বিদেশি নাগরিককে। ইসরায়েল জানিয়েছে, মুক্তি পাওয়া দুই বিদেশি থাইল্যান্ডের নাগরিক।
গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নেতাদের বৈঠক হয়েছে। গতকাল মঙ্গলবার কাতারের দোহায় বৈঠক হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। তবে বৈঠকের ফলাফল কী, তা নিশ্চিত করতে পারেনি সূত্রটি।
এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা উপত্যকার মানুষ জরুরি মৌলিক চাহিদা মেটানোর মতো সহায়তাটুকুও পাচ্ছেন না। বোমা হামলা, অনাহার ও বিশুদ্ধ পানির অভাবে তাঁদের নাজেহাল অবস্থা। এমন অবস্থায় গাজায় যুদ্ধের কারণে যত না মানুষ মারা যাচ্ছেন, তার চেয়ে রোগবালাইয়ে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ।
যুদ্ধবিরতির মধ্যেও অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের হাতে বন্দী ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করে বেসরকারি সংগঠন প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি। সংগঠনটির তথ্যমতে, যুদ্ধবিরতির প্রথম ৪ দিনে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর থেকে অন্তত ১৩৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল।
এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ সহসভাপতি শের আফজাল খান মারওয়াত গতকাল মঙ্গলবার বলেন, দলের চেয়ারম্যান পদের জন্য আসন্ন দলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ইমরান খান। তবে পরে আফজালের এই দাবি অস্বীকার করে পিটিআই।
রাশিয়ার সঙ্গে সীমান্তের পারাপারের সব জায়গা (ক্রসিং) বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড। হেলসিংকির অভিযোগ, সীমান্ত পেরিয়ে ফিনল্যান্ডের ভূখণ্ডে অভিবাসনপ্রত্যাশীদের ঢুকতে মস্কো অব্যাহতভাবে সহায়তা করে আসছে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভের (৩৭) স্ত্রী মারিয়ানা বুদানভার (৩০) শরীরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। জিইউআরের মুখপাত্র আন্দ্রি ইউসভ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া—ইউরোপের বাল্টিক অঞ্চলের এই তিন দেশ অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে। দেশ তিনটির সরকার জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আমন্ত্রণ জানানোয় তাদের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন না।