নওয়াজ শরিফ কি সক্রিয় রাজনীতি থেকে সরে যাচ্ছেন

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের নতুন সরকারে মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের ভূমিকা কী হবে? এমন প্রশ্ন ঘুরেফিরে সামনে এসেছে। উত্তর জানিয়েছেন নওয়াজের মেয়ে ও পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। মরিয়মকে পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে নওয়াজের দল।

গতকাল বুধবার এক্সে একটি পোস্ট দিয়েছেন মরিয়ম। পোস্টে মরিয়ম জানান, আগামী পাঁচ বছর সক্রিয় রাজনীতি থেকে দূরে সরছেন না নওয়াজ শরিফ। পিএমএল-এনের নেতৃত্বে কেন্দ্র ও পাঞ্জাবে গঠিত হতে যাওয়া সরকারে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবেন তিনি।

আরও পড়ুন

মরিয়ম আরও লিখেছেন, নওয়াজের নেতৃত্বে তিনটি প্রদেশের মানুষের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পিএমএল-এন।

নিজেকে ও চাচা শাহবাজ শরিফকে ‘নওয়াজের সৈনিক’ উল্লেখ করে মরিয়ম বলেন, ‘শাহবাজ শরিফ আর আমি তাঁর (নওয়াজ) সৈনিক। আমরা তাঁর নির্দেশ মেনে এবং তাঁর নেতৃত্বে ও তত্ত্বাবধানে কাজ করব। আল্লাহ আমাদের সফলতা দান করুন। আমিন।’

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সবচেয়ে বেশি আসন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তাই নির্বাচনের ফলাফল ঘোষণার পরই জোট সরকার গঠনের তৎপরতা শুরু করে দলগুলো।

আরও পড়ুন
লাহোরে বক্তব্য দিচ্ছেন পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ। তাঁর পাশে (ডানে) ছোট ভাই ও দলের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ ও মেয়ে মরিয়ম নওয়াজ
ফাইল ছবি: রয়টার্স

নির্বাচনের পাঁচ দিন পর গত মঙ্গলবার পিএমএল-এন, পিপিপিসহ সমমনা দলগুলো নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেয়। সূত্র জানিয়েছে, সরকার গঠনের পর ২৯ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন শুরু হতে পারে। এটা সামনে রেখে জাতীয় পরিষদ সচিবালয় কার্যক্রম শুরু করে দিয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন