লন্ডনের গাড়ি করাচিতে উদ্ধার
কয়েক সপ্তাহ আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে চুরি হয় ‘বেন্টলি মুলসান’ নামে একটি বিলাসবহুল গাড়ি। সেই গাড়ি পাওয়া গেছে পাকিস্তানের করাচিতে। শহরটির ডিফেন্স হাউজিং অথরিটির (ডিএইচএ) এলাকার একটি বাংলো থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সেখানে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করেন দেশটির শুল্ক বিভাগের কর্মকর্তারা। খবর ডন–এর।
বিদেশি একটি সংস্থা ওই গাড়ির অবস্থান শনাক্ত করে পাকিস্তানের শুল্ক কর্তৃপক্ষকে জানায়। এ ঘটনায় ডিএইচএ হাউস থেকে দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
গাড়িটির বর্তমান বাজারমূল্য তিন লাখ মার্কিন ডলারের বেশি। জার্মানির এই ব্র্যান্ডের গাড়ির মধ্যে এটি সবচেয়ে বড় ও দামি। গাড়িটি কয়েক সপ্তাহ আগে লন্ডনে চুরি হয়েছিল। চক্রটি পূর্ব ইউরোপের একটি দেশের শীর্ষ কূটনীতিকের নথি ব্যবহার করে গাড়িটি পাকিস্তানে নিয়ে আসে।
গাড়িটির পর্যাপ্ত কাগজপত্র দেখাতে না পারায় শুল্ক কর্মকর্তারা ওই বাংলোর মালিক ও তাঁর কাছে গাড়িটি বিক্রি করা এক দালালকে আটক করেছে। শুল্ক কর্তৃপক্ষ বলছে, জালিয়াতি করে গাড়িটি নিবন্ধন করা হয়েছে। এতে সরকারের ৩০ কোটি রুপি কর ফাঁকি দেওয়া হয়েছে। এ ছাড়া গাড়ি অনুমোদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি। এমনকি শুল্ক বিভাগের ছাড়পত্রও নেই।
আটক সন্দেহভাজনদের বিরুদ্ধে করা এফআইআর অনুসারে জামিল শফি, নাভিদ বিলাওয়ানি নামের দুই ব্যক্তির সঙ্গে সিন্ধু আবগারি ও কর বিভাগের একজন কর্মকর্তা এর সঙ্গে যুক্ত রয়েছেন। নিজেকে গাড়ির মালিক দাবি করা জামিল শফি উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেননি। এর মূল হোতাকে খুঁজছে পুলিশ।