পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার রেকর্ড

জানুয়ারিতে একটি মসজিদে আত্মঘাতী হামলায় নিহত হন ৫৯ জন।ছবি : রয়টার্স

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার নতুন রেকর্ড হয়েছে। এ বছর দেশটিতে ২০১৩ সালের পর সর্বোচ্চসংখ্যক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার অর্ধেকই চালানো হয়েছে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) প্রকাশ করা এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। দেশটিতে আশঙ্কাজনকভাবে আত্মঘাতী বোমা হামলার সংখ্যা বাড়ছে।

পিআইসিএসএসের পরিসংখ্যান অনুযায়ী, এসব হামলায় নিহত ব্যক্তিদের ৪৮ শতাংশ আর আহত ব্যক্তিদের ৫৮ শতাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। চলতি বছর ২৯টি আত্মঘাতী বোমা হামলায় ৩২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৮২ জন।

পিআইসিএসএসের হিসাব অনুযায়ী, এর আগে ২০১৩ সালে ৪৭টি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৬৮৩ জন নিহত হন।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের তুলনায় চলতি বছর আত্মঘাতী বোমা হামলার ঘটনা ৯৩ শতাংশ বেড়েছে। পাশাপাশি নিহতের সংখ্যা ২২৬ শতাংশ আর আহতের সংখ্যা ১০১ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন

এলাকা হিসেবে সবচেয়ে বেশি আত্মঘাতী বোমা হামলা হয়েছে খাইবার পাখতুনখাওয়ায়। এই প্রদেশে ২৩টি হামলার ঘটনায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হন ৫১২ জন। বেলুচিস্তান প্রদেশে পাঁচটি হামলার ঘটনায় ৬৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৫২ জন।

প্রতিবেদনে বলা হয়, আত্মঘাতী হামলার প্রধান লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী। হামলার দ্বিতীয় সর্বোচ্চ ভুক্তভোগী হলেন বেসামরিক নাগরিকেরা। প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে কম তিনটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে ২০১৯ সালে। এ ছাড়া চারটি করে আত্মঘাতী হামলা হয় পরের দুই বছরে।

আরও পড়ুন