জরিপে এগিয়েছেন লুলা, পেছাচ্ছেন বলসোনারো

বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোর চেয়ে জনপ্রিয়তায় আরও এগিয়েছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা
ফাইল ছবি

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোর চেয়ে জনপ্রিয়তায় আরও এগিয়েছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক জরিপের ফলাফলে দেখা গেছে, বলসোনারোর চেয়ে ১৩ শতাংশ পয়েন্টে এগিয়ে লুলা। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহের কম সময় আগে এ জরিপের ফলাফল প্রকাশিত হলো।

সাম্প্রতিক এক জরিপের ফলাফল অনুযায়ী, আগামী রোববার অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রথম ধাপে লুলা কট্টর ডানপন্থী নেতা বলসোনারোকে হারিয়ে দিতে পারেন। ব্রাজিলের নির্বাচনী জরিপকারী সংস্থা জেনিয়েল কোয়েস্ট এ–সংক্রান্ত একটি জরিপ চালিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। সেপ্টেম্বরের ২৪ থেকে ২৭ তারিখ পর্যন্ত ২ হাজার ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপ চালানো হয়।

নতুন জরিপ অনুযায়ী আগামী ২ অক্টোবর প্রথম ধাপের ভোটে লুলার পক্ষে ৪৬ শতাংশ সমর্থন রয়েছে। আর বলসোনারোর পক্ষে রয়েছে ৩৩ শতাংশ সমর্থন। যেখানে এক সপ্তাহ আগের জনমত জরিপে দেখা গেছে, লুলার পক্ষে ৪৪ শতাংশ এবং বলসোনারোর পক্ষে ৩৪ শতাংশ সমর্থন রয়েছে। ৩০ অক্টোবরের নির্বাচনে লুলা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে অন্তত ১৪ শতাংশ ভোটে এগিয়ে থাকবেন বলে জরিপের ফলাফলে বলা হয়েছে। যেখানে এক সপ্তাহ আগেও লুলা ১০ শতাংশ সমর্থনে এগিয়ে ছিলেন।

আরও পড়ুন

জরিপে আরও দেখা গেছে, বলসোনারো সরকারের বিপক্ষে পড়া ভোটের হার ৩৯ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশে দাঁড়িয়েছে। তবে বলসোনারোর সমর্থকের হার আগের মতোই ৩১ শতাংশ রয়েছে।

আরও পড়ুন

২ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশ বা তার বেশি ভোট না পেলে ৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোট হবে। এতে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। দরিদ্র ও শ্রমিকবান্ধব পদক্ষেপের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। কিন্তু ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির অভিযোগে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫৮০ দিন কারাভোগ করেন লুলা। যদিও পরে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করা হয়েছিল। নির্বাচিত হলে ৭৬ বছর বয়সী এই নেতার প্রত্যাবর্তন দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন