সামনে তিন পথ খোলা, বললেন বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো
ফাইল ছবি: এএফপি

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেছেন, ২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ, মৃত্যু অথবা কারাবরণ—তিনটি ছাড়া আর কোনো পথ খোলা নেই তাঁর সামনে। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

২০২২ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির ব্যবহার নিয়ে চরম আপত্তি রয়েছে বলসোনারোর। এ কারণে আগামী নির্বাচনে ফল প্রত্যাখ্যান করার হুমকিও দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি তুলে আসছেন। বলসোনারোর ভাষ্য, ইলেকট্রনিক ব্যালট ভোট কারচুপির কারণ হতে পারে।

এসব দাবির প্রেক্ষাপটে গতকালের বৈঠকে ধর্মীয় নেতাদের সামনে ওই মন্তব্য করেন বলসোনারো। পরে অবশ্য কারাবরণের বিষয়টি নাকচ করে দেন সাবেক এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, এই বিশ্বে এমন কেউ নেই, যিনি কিনা তাঁকে হুমকি দিতে পারেন।

এর আগে গত বুধবার ব্রাজিলের নির্বাচনী আদালত জানান, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এতে সমস্যার কিছু নেই। ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের কোনো আলোচনাকে খারিজ করে দেন আদালত।
গতকালের বৈঠকে নির্বাচনী আদালতের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন বলসোনারো। তিনি বলেন, ‘আমাদের এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন, যাঁর মতবিরোধ সৃষ্টি করার কোনো আকাঙ্ক্ষা বা উসকানি দেওয়ার ইচ্ছা নেই। তবে সবকিছুর একটি সীমা আছে। আমি এভাবে বেঁচে থাকতে পারব না।’

ব্রাজিলে ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী বলসোনারোর জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল ধর্মীয় জোটগুলো। সামনের নির্বাচনেও এমনটিই চাইছেন তিনি। সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে দেশব্যাপী পদযাত্রা করার পরিকল্পনা রয়েছে বলসোনারোর। সেখানে ধর্মীয় নেতাদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন ৬৬ বছর বয়সী এই প্রেসিডেন্ট।