২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইতিহাসের এই দিনে: ‘পাখির মতো’ ডাইনোসরের ফসিল উদ্ধার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৩ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

শিল্পীর তুলিতে ‘পাখির মতো’ ডাইনোসর
ছবি: রয়টার্স

সময়টা ২০০৫ সালের ১৩ অক্টোবর। ফসিল বিজ্ঞানীরা জানান, তাঁরা দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া অঞ্চলে ডাইনোসরের একটি ফসিল উদ্ধার করেছেন। এ ডাইনোসর দেখতে অনেকটা পাখির মতো। পায়ের পাশে দুটি ডানা রয়েছে। পরীক্ষা করে জানা যায়, ‘পাখির মতো’ ডাইনোসরের এ ফসিল প্রায় ৯ কোটি ৮০ লাখ বছর আগের।

সাগরের সবচেয়ে স্বচ্ছ পানি

কোন সাগরের পানি সবচেয়ে স্বচ্ছ? এ প্রশ্ন শুনলে, উত্তরটা নিশ্চিতভাবে হবে—ওয়েডডেল সাগর। অ্যান্টার্কটিকার পাড়ের এ সাগরের পানি সবচেয়ে স্বচ্ছ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ১৯৮৬ সালের এদিন জার্মানির আলফ্রেড ওয়েগনার ইনস্টিটিউট অব ব্রেমেরহ্যাভেনের বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার পর এ ঘোষণা দেন।

আরও পড়ুন

আদা লোভেলেস দিবস

ব্রিটিশ গণিতবিদ আদা লোভেলেস। প্রথম কম্পিউটার প্রোগ্রাম লিখে চিরস্মরণীয় হয়ে আছেন এ নারী। ২০০৯ সালের ১৩ অক্টোবর প্রথমবারের মতো আদা লোভালেস দিবস পালন করা হয়। সেই থেকে প্রতিবছরের অক্টোবর মাসের দ্বিতীয় মঙ্গলবার এ দিবস পালন করা হয়ে আসছে। মূলত এদিনে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে নারীদের অবদান স্মরণ করা হয়ে থাকে।

আরও পড়ুন
মার্কিন কংগ্রেসের সবচেয়ে কম বয়সী নারী সদস্য আলেকজান্দ্রা অকাসিও-কর্তেজ
ফাইল ছবি: রয়টার্স

সর্বকনিষ্ঠ নারী কংগ্রেসম্যানের জন্মদিন

মার্কিন কংগ্রেসের সবচেয়ে কম বয়সী নারী সদস্য হওয়ার রেকর্ড আলেকজান্দ্রা অকাসিও-কর্তেজের দখলে। মাত্র ২৯ বছর বয়সে তিনি কংগ্রেস সদস্য নির্বাচিত হয়ে শোরগোল ফেলেছিলেন। আজ আলেকজান্দ্রার জন্মদিন। ১৯৮৯ সালের ১৩ অক্টোবরে তাঁর জন্ম।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন