যুক্তরাজ্যের কাছে আর্জেন্টিনার আত্মসমর্পণ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৪ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের
ছবি: রয়টার্স

আটলান্টিক মহাসাগরের দক্ষিণাঞ্চলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অবস্থান। ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ বেশ পুরোনো। যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে এই দ্বীপপুঞ্জ। ১৯৮২ সালের ২ এপ্রিল ফকল্যান্ডে সামরিক অভিযান শুরু করে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে সূচনা হয় ফকল্যান্ড যুদ্ধের। দুই মাসের বেশি সময় পর ১৪ জুন ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে আর্জেন্টিনা।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জে সবচেয়ে বড় দুটি দ্বীপ পশ্চিম ফকল্যান্ড ও পূর্ব ফকল্যান্ড। সঙ্গে আছে আরও অন্তত ২০০ দ্বীপ। লাতিন আমেরিকায় ফকল্যান্ড দ্বীপ পরিচিত মালভিনাস দ্বীপপুঞ্জ নামে। যার আয়তন প্রায় ১২ হাজার ২০০ বর্গকিলোমিটার (৪৭০০ বর্গমাইল)।

নাৎসি নেতা এডলফ হিটলার অধিকৃত পোল্যান্ডে গড়ে তুলেছিলেন অউশভাৎজ বন্দিশিবির
ফাইল ছবি: রয়টার্স

প্যারিসে জার্মান বাহিনীর হামলা

তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। পাল্টাপাল্টি আক্রমণে জর্জরিত বিভিন্ন শহর ও জনপদ। ১৯৪০ সালের এই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলা চালায় নাৎসি বাহিনী। এরপর দ্রুত পরিস্থিতি বদলায়। জার্মান বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় ফ্রান্স।

এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের আলোচিত নির্যাতন কেন্দ্র ছিল অউশভাৎজ বন্দিশিবির। অধিকৃত পোল্যান্ডে এ বন্দিশিবির গড়ে তুলেছিলেন নাৎসি নেতা এডলফ হিটলার। ইউরোপের বিভিন্ন জায়গা থেকে বন্দীদের (বিশেষত ইহুদিদের) ধরে এনে এখানে আটকে রাখা হতো। চালানো হতো অমানবিক নির্যাতন; হত্যাও করা হতো। ১৯৪০ সালের এদিনে ইহুদি বন্দীদের প্রথম দলটি অউশভাৎজ এসে পৌঁছায়। এই দলে পোল্যান্ডের ৭২৮ জন রাজনৈতিক কর্মী ছিলেন।

আরও পড়ুন
ফরাসি শিল্পী জ্যাক লুই ডেভিডের তুলিতে নেপোলিয়ন বোনাপার্ট
ছবি: এএফপি

নেপোলিয়নের অস্ট্রিয়া জয়

ফরাসি সেনানায়ক ও সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। তাঁর নেতৃত্বে ইউরোপের সুবিশাল ভূখণ্ডে ফরাসি সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল। সেনানায়ক হিসেবে ১৮০০ সালে অস্ট্রিয়া জয়ের উদ্দেশে যুদ্ধ পরিচালনা করেছিলেন নেপোলিয়ন। ওই বছরের ১৪ জুন নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়। এই বিজয় নেপোলিয়নের সামরিক ভাবমূর্তি ও প্রভাব বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তবে নিজের শাসনামলে বারবার যুদ্ধে জড়াতে হয়েছে তাঁকে। এসব লড়াই নেপোলিয়নের পতন তরান্বিত করে।

আরও পড়ুন
বিশ্বখ্যাত বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান
ফাইল ছবি: রয়টার্স

বাস্কেটবলে মাইকেল জর্ডানের কীর্তি

যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান। শিকাগো বুলসের হয়ে খেলতেন তিনি। ১৯৯৮ সালে অনন্য এক কীর্তি গড়েন এই তারকা খেলোয়াড়। যুক্তরাষ্ট্রের সল্ট লেক শহরে খেলা চলছিল শিকাগো বুলস আর উটাহ জ্যাজের মধ্যে। টানটান উত্তেজনাময় ম্যাচ, শেষ সেকেন্ডে মাইকেল জর্ডানের কীর্তিতে ফলাফল দাঁড়ায় ৮৭–৮৬। শিকাগো বুলস জিতে যায়। মাইকেল জর্ডানের হাতে ধরে এই ম্যাচে জয় পেয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো এবিএ শিরোপা নিশ্চিত করে জনপ্রিয় এই ক্লাবটি।

আরও পড়ুন