ইতিহাসের এই দিনে: শেষ হয় ৬৩২ বছরের নির্মাণকাজ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৪ আগস্ট। চলুন দেখি বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

জার্মানির কোলন শহরে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি গন্তব্য কোলন ক্যাথেড্রাল
ফাইল ছবি: রয়টার্স

জার্মানির কোলন শহরে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি গন্তব্য কোলন ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রালের নির্মাণকাজ চলেছিল ৬৩২ বছর ধরে। অবশেষে ১৮৮০ সালের এই দিনে ক্যাথেড্রালটির নির্মাণকাজের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিদিন দেশি-বিদেশি প্রায় ২০ হাজার পর্যটক এই স্থাপনা ঘুরে দেখেন।

আরও পড়ুন

বৃষ্টির পানিতে প্লাস্টিক

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোলডার কাউন্টিতে বৃষ্টির পানিতে পাওয়া যায় প্লাস্টিকের কণা। ২০১৯ সালের ১৪ আগস্ট বিজ্ঞানীরা জানান, প্লাস্টিকের এই কণাগুলোর পরিমাণ ৫ মিলিমিটারের কম। কোনো কারণে মাইক্রোপ্লাস্টিক পেটে গেলে মানুষ ও অন্য প্রাণীদের নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

আরও পড়ুন

মঙ্গল বাহিনীর জাপান দখলের অভিযান ব্যর্থ

সময়টা ১২৮১ সালের ১৪ আগস্ট। জাপান দখল করতে দেশটির উপকূলে পৌঁছায় কুবলাই খানের মঙ্গল বাহিনী। তবে শক্তিশালী ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায় মঙ্গল নৌবাহিনীর বেশির ভাগ জাহাজ। জাপানিদের বিশ্বাস, অভিযানের মুখে কামিকাজি বা শক্তিশালী ঝোড়ো বাতাস পাঠিয়ে ঈশ্বর সেদিন তাঁদের রক্ষা করেছিলেন।

আরও পড়ুন

উসাইন বোল্টের অনন্য কীর্তি

উসাইন বোল্ট
ফাইল ছবি: রয়টার্স

ব্রাজিলের রিও ডি জেনেরিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সোনা জেতেন জ্যামাইকান খেলোয়াড় উসাইন বোল্ট। এ জন্য মাত্র ৯ দশমিক ৮১ সেকেন্ড সময় নেন তিনি। ২০১৬ সালের ১৪ আগস্ট অনন্য এই কীর্তি গড়েন বোল্ট। এটা অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে তাঁর টানা তৃতীয় সোনা জয়। এর আগে ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে একই সাফল্যের দেখা পান তিনি।

আরও পড়ুন