এনজিও ব্যক্তিত্ব আ ন স হাবিবুর রহমান মারা গেছেন
বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব আ ন স হাবিবুর রহমান (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিউইয়র্ক সময় গতকাল মঙ্গলবার রাত নয়টায় বেলভ্যু হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন হাবিবুর রহমান। তিনি বেশ কিছুদিন ধরে কিডনি ও হৃদ্রোগে ভুগছিলেন।
বাংলাদেশের উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্যতম পথিকৃৎ ছিলেন হাবিবুর রহমান। উপ-আনুষ্ঠানিক শিক্ষা-উপকরণ তৈরিসহ ঝরে পড়া অনগ্রসরজনদের কাছে সাক্ষরজ্ঞান পৌঁছে দেওয়ার কাজে তিনি নিবেদিত ছিলেন। বাংলাদেশে উপ-আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম বিস্তারে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গবেষণাকাজে আমৃত্যু জড়িত ছিলেন তিনি। হাবিবুর রহমান এফআইভিডিবি, প্রশিকা, আহছানিয়া মিশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করেছেন।
হাবিবুর রহমান স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে অনিক রহমান প্রযুক্তিবিদ। আরেক ছেলে প্রতীক রহমান গাজী টিভিতে কর্মরত। মেয়ে প্রযুক্তিবিদ উপমা রহমান যুক্তরাষ্ট্রপ্রবাসী।
হাবিবুর রহমানের প্রথম জানাজা নিউইয়র্ক সময় আজ বুধবার মাগরিবের নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে। পরদিন বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকায় নেওয়ার কথা।
হাবিবুর রহমানকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বানিয়াচং গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে হাবিবুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নিকটাত্মীয় ও অনুরাগীরা ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে ভিড় করেন।
হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বদরুল খান, সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান, আবু তাহের, আহমেদ মাযহার, ইশতিয়াক রুপু, সাহেদ আলম, হালিম আহমেদ, এবাদ চৌধুরীসহ নিউইয়র্কের কমিউনিটি নেতারা।