জর্জিয়া নিয়ে মার্কিন নির্বাচনে আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, জর্জিয়ায় তাঁর কাছ থেকে ভোট চুরি করে নেওয়া হয়েছে।

গত জানুয়ারিতে জর্জিয়ায় রিপাবলিকানরা হেরে যাওয়ার পর ডেমোক্র্যাটরা মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নেন। যদিও ডেমোক্রেটিক পার্টির জয়ের পরও জর্জিয়ার রাজ্য সরকার এখনো রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণেই আছে। সম্প্রতি রিপাবলিকানরা রাজ্যের আইনসভায় ‘ইলেকশন ইনটিগ্রিটি আইন’ উপস্থাপন করেন। গত বৃহস্পতিবার আইনটি রিপাবলিকান পার্টিনিয়ন্ত্রিত অঙ্গরাজ্যের আইনসভার দুই কক্ষেই পাস হয়ে গেছে।