স্কুলে হামলা ও হত্যার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: ঘটনাস্থল পরিদর্শনকালে বাইডেন

রব এলিমেন্টারি স্কুলে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান বাইডেন
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালডে শহরে সম্প্রতি যে স্কুলটিতে হামলা হয়েছে, সেটি পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় বন্দুক হামলা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাইডেনের প্রতি জোর দাবি জানানো হয়। এ সময় তিনি জনতার উদ্দেশে বলেন, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। হামলায় নিহত ১৯ শিক্ষার্থী ও ২ শিক্ষকের জন্য প্রার্থনাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর এএফপির

স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে প্রথমে রব এলিমেন্টারি স্কুলে স্থাপিত অস্থায়ী প্রার্থনাকেন্দ্রে যান জো বাইডেন। এ স্কুলেই গত মঙ্গলবার এআর-১৫ এর মতো একটি আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন বন্দুকধারী। জো ও জিল দুজনের পরনেই ছিল কালো পোশাক। তাঁরা একে–অপরের হাত ধরে অস্থায়ী স্মৃতিস্তম্ভের দিকে ধীরে ধীরে হেঁটে যান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন

স্যাকরেড হার্ট গির্জায় শোকাহত স্বজনদের সঙ্গে এক প্রার্থনায়ও যোগ দেন বাইডেন। তিনি যখন স্যাকরেড হার্ট গির্জা থেকে বের হচ্ছিলেন, তখন রাস্তায় অপেক্ষমাণ ভিড়ের মধ্য থেকে একজন বলে ওঠেন, ‘কিছু করুন!’

বাইডেন তখন ভিড়ের উদ্দেশে বলেন ‘আমরা ব্যবস্থা নেব।’

এরপর নিহত ব্যক্তিদের স্বজন ও উদ্ধারকারীদের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেন তিনি।

বাইডেনের গাড়িবহরটি রব এলিমেন্টারি স্কুল প্রাঙ্গণে প্রবেশ করলে উপস্থিত লোকজন তাঁকে হাততালি দিয়ে স্বাগত জানান।

আরও পড়ুন

এক ব্যক্তি চিৎকার করে বলে ওঠেন, ‘আমাদের পরিবর্তন আনা প্রয়োজন।’
গির্জায় আর্চবিশপ গুস্তাভো গার্সিয়া সিলার বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে।’

ইউভালডের স্কুলে হামলার প্রায় দুই সপ্তাহ আগে নিউইয়র্কের বাফেলো সুপার মার্কেটে অপর এক বন্দুক হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন। সে সময়ও ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বাইডেন।

আরও পড়ুন