গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ অধিবাসী ট্রাম্পের প্রস্তাবের বিরোধী

গ্রিনল্যান্ডফাইল ছবি: রয়টার্স

জরিপকারী সংস্থা পোলস্টার ভেরিয়ান সম্প্রতি গ্রিনল্যান্ডে একটি জনমত জরিপ করে। ডেনমার্কের একটি সংবাদপত্রের অনুরোধে তারা এই জরিপ চালায়। জরিপে গ্রিনল্যান্ডের অধিবাসীদের প্রশ্ন করা হয়েছিল, তাঁরা ডেনমার্কের অংশ হয়েই থাকতে চান, নাকি যুক্তরাষ্ট্রের অংশ হতে চান? জরিপে দেখা যায়, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ অধিবাসী যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণ করবে যুক্তরাষ্ট্র। কারণ, ওই অঞ্চল যুক্তরাষ্ট্রের অংশ।

আরও পড়ুন

যদিও গ্রিনল্যান্ড এখন ডেনমার্কের অংশ। ট্রাম্পের এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়। ডেনমার্ক সরকার ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছে। গ্রিনল্যান্ডের স্থানীয় সরকারও এর বিরোধিতা করেছে।

এবার সেই বিষয়টি নিয়েই জনমত জরিপ করে পোলস্টার ভেরিয়ান। জরিপে অংশ নেওয়া গ্রিনল্যান্ডের অধিবাসীদের ৮৫ শতাংশ এই মত দেন যে তাঁরা যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। তাঁরা যেমন আছেন, তেমনই থাকতে চান।

আরও পড়ুন

অন্যদিকে গ্রিনল্যান্ডের ছয় শতাংশ অধিবাসী চান, যুক্তরাষ্ট্রের অংশ হতে। আর ৯ শতাংশ অধিবাসী জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

ট্রাম্প শুরুতে বলেছিলেন, ভূরাজনৈতিক নিরাপত্তার কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। এর পর তিনি দাবি করেন, গ্রিনল্যান্ডের ৫৭ হাজার মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান।

কিন্তু ট্রাম্পের এই দাবির সঙ্গে গ্রিনল্যান্ডের মানুষের ওপর পরিচালিত জনমত জরিপের তথ্য মিলছে না।

আরও পড়ুন

২০০৯ সালে গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসনের চরম ক্ষমতা দেওয়া হয়। বলা হয়, গণভোটের মাধ্যমে তারা স্বাধীনতার কথাও ভাবতে পারে। অর্থাৎ, ডেনমার্ক থেকে তারা আলাদা হয়ে যেতে পারে। তবে গত ১৬ বছরে সেই কাজ গ্রিনল্যান্ড করেনি। কারণ, ডেনমার্কের ছত্রচ্ছায়ায় থাকলেও কার্যত স্বাধীনভাবে সরকার চালায় গ্রিনল্যান্ডের প্রশাসন।

ট্রাম্পের ঘোষণার পর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ডের মানুষই ঠিক করবেন, তাঁরা কী চান।’

অন্যদিকে ডেনমার্ক বলেছে, তারা গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি তৈরির জন্য বিপুল অর্থ খরচ করবে। গ্রিনল্যান্ডের সুরক্ষার জন্য এই কাজ করা হবে।

উল্লেখ্য, আগে থেকেই গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে।

আরও পড়ুন
আরও পড়ুন