ট্রাম্প আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন: বাইডেন

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফৌজদারি মামলায় নিউইয়র্কের ম্যানহাটান আদালতে ডোনাল্ড ট্রাম্পকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল।

মাস ছয়েক শুনানি শেষে বৃহস্পতিবার জুরি বোর্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন। এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে বাইডেন এমন মন্তব্য করেছেন।

১২ সদস্যের জুরি বোর্ড ফৌজদারি মামলায় ৩৪টি অভিযোগের সব কটিতেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন তিনি। কেননা, ট্রাম্প প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন।

আদালতের নথি অনুযায়ী, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতির মাধ্যমে এই ঘুষের তথ্য গোপন করেন তিনি।

আরও পড়ুন

এই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল। দোষী সাব্যস্ত করার পর আগামী ১১ জুলাই বিচারক এই মামলার আনুষ্ঠানিক রায় ঘোষণা করবেন।

এর প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, ‘জুরিরা কয়েক সপ্তাহ ধরে সাক্ষ্য শুনেছেন। এরপর সতর্কতার সঙ্গে সেসব বিবেচনায় নিয়ে ৩৪টি অভিযোগের বিষয়ে সর্বসম্মত রায়ে পৌঁছেছেন।’

আরও পড়ুন

আমেরিকান বিচার ব্যবস্থা এভাবেই কাজ করে। আমাদের বিচার ব্যবস্থা ২৫০ বছর ধরে এভাবেই টিকে আছে— এমন মন্তব্য করেন বাইডেন। 

আদালতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার বিষয়ে যাঁরা সমালোচনা করছেন, তাঁদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা বেপরোয়া, এটা বিপজ্জনক। কারচুপি করা হয়েছে বলা দায়িত্বজ্ঞানহীন আচরণ।’

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন