রন ডিস্যান্টিসের প্রার্থী হওয়ার ঘোষণা, ট্রাম্পের সামনে নতুন চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দলটির নেতা রন ডিস্যান্টিস। এজন্য স্থানীয় সময় বুধবার তিনি ফেডারেল নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন।

ইতিমধ্যে রিপাবলিকান দল থেকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলীয় প্রার্থীতার লড়াইয়ে ট্রাম্পের মুখোমুখি হতে হবে ডিস্যান্টিসকে। ট্রাম্প গত বছরের নভেম্বরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার এ ঘোষণা দেন।

৪৪ বছর বয়সী রন ডিস্যান্টিস ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির উদীয়মান একজন নেতা বিবেচনা করা হয় তাঁকে। নির্বাচন কমিশনে নথিপত্র জমা দেওয়ার পর ডিস্যান্টিস টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে প্ল্যাটফর্মটিতে অনুষ্ঠেয় এক লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন।

আরও পড়ুন

যদিও ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন–দৌড়ে রন ডিস্যান্টিস নামতে পারেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। অপেক্ষা ছিল চূড়ান্ত ঘোষণার। এখন রিপাবলিকান ফোরামে চূড়ান্ত প্রার্থী হওয়ার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ট্রাম্প ও ডিস্যান্টিসকে।

আরও পড়ুন

রন ডিস্যান্টিসের বেশ কিছু রক্ষণশীলতার দৃষ্টান্ত রয়েছে। তিনি করোনা মহামারির সময় টিকা ও মাস্কের বিরুদ্ধে ছিলেন। এ ছাড়া তিনি রক্ষণশীল নীতির সমর্থন দিয়েছেন। ১৫ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ করার একটি আইনও অনুমোদন করেছিলেন তিনি। এসব নীতির কারণে তিনি ফক্স নিউজের আলোচনায় নিয়মিত মুখ।

আরও পড়ুন
আরও পড়ুন