‘মূল্যবান জীবন কেড়ে নিল বন্দুকগুলো’
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিল শহরে স্কুলে গোলাগুলির ঘটনাটি ঘটে মাত্র ১৪ মিনিটে। এ ঘটনায় নাশভিলের মেয়র দুঃখপ্রকাশ করে বলেছেন, মূল্যবান জীবন ওই বন্দুকগুলো কেড়ে নিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুলির ঘটনায় দেশের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। হামলাকারী ট্রান্সজেন্ডার ছিলেন বলে পুলিশ জানায়।
নাশভিলের কোভনেন্ট স্কুলে গুলির ঘটনায় নিহত ছয়জনের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু। গোলাগুলির ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। নিহত তিন শিশুর বয়স ৮ থেকে ৯ বছরের মধ্যে। শিশুরা হলো—এভিলিন ডিয়েকহাস, হ্যালি স্ক্রুগস ও উইলিয়াম কিনে। প্রাপ্তবয়স্ক যাঁরা নিহত হয়েছেন, তাঁরা হলেন—স্কুলের প্রধান ক্যাথেরিন কুনসে (৬০), সিনথিয়া পিক (৬১) ও মাইক হিল (৬১)।
এ ঘটনায় দেশটির পতাকা অর্ধনমিত রাখতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, সব সরকারি ভবন ও মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখতে হবে। আগামী শুক্রবার পর্যন্ত এটি থাকবে।
স্কুলে গুলির ঘটনার ভয়াবহতা বর্ণনা করেছেন নাশভিল শহরের মেয়র জন কুপার। তিনি এক ব্রিফিংয়ে বলেছেন, মাত্র ১৪ মিনিটে ৬ জনের প্রাণহানি হয়েছে।
বন্দুকগুলো নাশভিলের মূল্যবান জীবন কেড়ে নিয়েছে। এই কঠিন সময়ে পরস্পরকে পরস্পরের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তিনি। সন্তানদের রাতের বেলায় জড়িয়ে রাখতে বলেছেন তিনি।
পুলিশ গোলাগুলির ঘটনার কিছু ছবি শেয়ার করেছে। তাতে হামলাকারী ব্যক্তিকে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়।
বিভিন্ন ছবিতে দেখা যায়, ভবনটির জানালার কাচ ভেঙে পড়ে আছে। সন্দেহভাজন হামলাকারী ভবনে ঢুকতে গুলি চালিয়েছিলেন। হামলাকারীর ব্যবহৃত মোটরসাইকেলটি ভবনের কাছেই রাখা ছিল।
পুলিশ হামলাকারী বন্দুকধারীকে শনাক্ত করেছে। তাঁর নাম অড্রে হালে (২৮)। হামলাকারী হালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলেছে, হালে ট্রান্সজেন্ডার ছিলেন।
পুলিশ আরও জানায়, হালে স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন। পুলিশ বলছে, কোনো ক্ষোভ থেকে হালে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
হামলাকারীর কাছে দুই ধরনের অস্ত্র ছিল। একটি হ্যান্ডগানও ছিল। কমপক্ষে দুটি বন্দুক হামলাকারী বৈধভাবে কিনেছিলেন। হালে একটি বন্দুক দিয়ে দরজা ভেঙে স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করেছেন। ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালান।
গতকাল সোমবার সংবাদ সম্মেলনে নাশভিলের পুলিশপ্রধান বলেন, গোলাগুলির ভিডিও ফুটেজ তাঁদের কাছে আছে। পুলিশ তাদের পরিকল্পনা প্রকাশ করবে।