যুক্তরাষ্ট্রে আবারও স্কুলের বাইরে গুলিতে এক শিক্ষার্থী নিহত, আহত আরেকজন
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটন শহরের একটি স্কুলে গতকাল সোমবার সকালে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আরেক শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ বলছে, স্কুলভবনের বাইরে গুলির ওই ঘটনা ঘটেছে।
ডালাস ও ফোর্ট ওর্থ শহরের মাঝামাঝি শহর হলো আরলিংটন। আরলিংটন পুলিশ বিভাগ সন্দেহভাজন ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। কর্তৃপক্ষ বলছে, গুলিতে হতাহত ও হামলাকারী সবাই শিক্ষার্থী বলে সন্দেহ করা হচ্ছে।
আরলিংটন পুলিশ কর্মকর্তারা বলছেন, লামার হাইস্কুলের বাইরে গতকাল সকাল সাতটার আগে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। স্কুলের ক্লাস শুরু হয় সকাল সাড়ে সাতটার পর। পুলিশ বলেছে, যখন গোলাগুলি হয়েছে, তখনো সব শিক্ষার্থী স্কুলে যায়নি।
পুলিশ আরও বলেছে, সন্দেহভাজন ওই হামলাকারী স্কুলের ভেতরে ঢুকেছেন কি না, তাতে সন্দেহ রয়েছে। পুলিশ হামলাকারীকে ধরে হেফাজতে নিয়েছে।
স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। আরলিংটন পুলিশ বলেছে, সব শিক্ষার্থীকে স্কুলের ভেতরে একটি কক্ষে নিরাপদে রাখা হয়েছে। দুপুরের মধ্যে শিক্ষার্থীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
পুলিশ আরও বলেছে, লামার হাইস্কুলে আর কোনো হামলার হুমকি নেই। তারপরও নিরাপত্তা জোরদার করা হয়েছে।