অ্যারিজোনায় ডেমোক্র্যাটদের জয়, দুই দলই পেল ৪৯ আসন

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবন
ছবি: রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে এক ধাপ এগোলেন ডেমোক্র্যাটরা। খবর বিবিসির।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস বলছে, অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত ভোট গণনায় প্রাপ্ত ফলাফলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলই ৪৯টি করে আসন পেয়েছে। বাকি দুটি অঙ্গরাজ্যের ফলাফলের মধ্য দিয়ে দুই দলের ভাগ্য নির্ধারিত হবে।

মধ্যবর্তী নির্বাচনের তিন দিন পর বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস বলছে, অ্যারিজোনায় রিপাবলিকান নেতা ব্লেক মাস্টারসকে ডেমোক্র্যাট নেতা মার্ক কেলি পরাজিত করেছেন।

এখন শুধু নেভাদা ও জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল বাকি আছে। নেভাদার ভোট গণনায় দেখা গেছে, সেখানে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর আগামী মাসে দ্বিতীয় দফার নির্বাচনের মধ্য দিয়ে জর্জিয়ার ফলাফল নির্ধারিত হবে।

বিবিসি বলছে, ডেমোক্র্যাটরা যদি এ দুটি আসনের একটিতেও জয় পেয়ে যান, তবে তাঁরা কংগ্রেসের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন। কারণ, তখন তাঁদের পক্ষে ভাইস প্রেসিডেন্ট টাইব্রেকিং (দুই দল সমসংখ্যক আসন পেলে ভাইস প্রেসিডেন্ট ভোট দিয়ে একটিকে জয়যুক্ত করেন) ভোট দিতে পারবেন। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন।

আরও পড়ুন

তবে এরপরও কংগ্রেসের নিম্নকক্ষ মার্কিন প্রতিনিধি পরিষদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ রিপাবলিকানদের হাতে আছে। রিপাবলিকানরা যদি কংগ্রেসের একটি কিংবা উভয় কক্ষেই জয় পান, তাহলে তাঁরা বাইডেনের বেশির ভাগ অ্যাজেন্ডাকে প্রতিহত করতে পারবেন।

মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন ও সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট হয় ৩৬ গভর্নর পদেও।