উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, পদ ছাড়ছেন বোয়িংয়ের শীর্ষ কর্তারা

বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেইভ কলহৌনফাইল ছবি: রয়টার্স

এ বছরের শেষ নাগাদ অবসরে যাবেন উড়োজাহাজ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেইভ কলহৌন। আজ সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বোয়িং জানিয়েছে, প্রধান নির্বাহী ডেইভ কলহৌন খুব শিগগিরই অবসরে যাবেন। বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান ডিলও আর এ পদে থাকছেন না।

এ ছাড়া বোয়িংয়ের বর্তমান চেয়ারম্যান এই পদে থাকার জন্য পুনরায় নির্বাচনে অংশ নেবেন না।

আরও পড়ুন

উড়োজাহাজের গুণগত মান, দুর্ঘটনাসহ নানা বিষয়ে সমালোচনার মুখে রয়েছে বোয়িং। এর মধ্যে সম্প্রতি বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের একটি উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পর এর অব্যবহৃত একটি দরজা খুলে পড়ে যায়। এ ঘটনা প্রতিষ্ঠানটিতে কিছুদিন ধরে চলা সংকট আরও গভীর করেছে।

চলন্ত উড়োজাহাজের দরজা খুলে পড়ার এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এর পর থেকে সুরক্ষা ও গুণগত মান নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে নতুন সমালোচনার মুখে পড়েছে বোয়িং।

২০২০ সালের শুরুর দিকে বোয়িংয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন ডেইভ কলহৌন। প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনার জেরে সাবেক প্রধান নির্বাহী ডেনিস মুইলেনবার্গকে বরখাস্ত করার পরই প্রধান নির্বাহীর দায়িত্ব পান কলহৌন।

তখন মাত্র পাঁচ মাসের ব্যবধানে বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের একেবারে নতুন দুটি উড়োজাহাজ পুরো একইভাবে দুর্ঘটনার কবলে পড়ে। দুই দুর্ঘটনায় যাত্রী, ক্রুসদস্যসহ ৩৪৬ জন নিহত হয়েছিলেন।

আরও পড়ুন

দায়িত্ব নিয়ে বোয়িংয়ের তৈরি উড়োজাহাজের সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করা ও প্রতিষ্ঠানটির আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কলহৌন। কিন্তু গত জানুয়ারি মাসে চলন্ত উড়োজাহাজের দরজা খুলে পড়ার ঘটনা ঘটে। আলাস্কা এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের ওই উড়োজাহাজ পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজের অব্যবহৃত জরুরি বহির্গমন দরজা খুলে পড়ে।

যুক্তরাষ্ট্রে পরিবহন খাতে ঘটা দুর্ঘটনাগুলো তদন্ত করে ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড নামে একটি সংস্থা। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সংস্থাটি বলেছে, উড়োজাহাজের সঙ্গে যুক্ত করে রাখার জন্য সেই দরজায় যে চারটি বোল্ট ব্যবহার করা হয়েছিল, সেগুলো ঠিকঠাক ছিল না।

আরও পড়ুন

উড়োজাহাজের দরজা খুলে পড়ার এ ঘটনা নিয়ে ফৌজদারি তদন্ত চলছে বোয়িংয়ের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন দুর্ঘটনার দিন উড়োজাহাজে থাকা একাধিক যাত্রীও।

আজ সোমবার ডেইভ কলহৌন বলেন, ‘আমি জানি, গোটা বিশ্বের নজর এখন আমাদের দিকে। একই সঙ্গে এটাও জানি, এসব অতিক্রম করেই আমরা আরও ভালো একটি প্রতিষ্ঠান হয়ে উঠব।’

বোয়িংয়ের কর্মীদের পাঠানো চিঠিতে দরজা খুলে পড়ার এ ঘটনাকে বোয়িংয়ের জন্য ‘ক্রান্তিকাল’ বলে বর্ণনা করেছেন কলহৌন। বলেছেন, সংযত ও স্বচ্ছতার সঙ্গে বিষয়টি মোকাবিলা করতে হবে।

একই সঙ্গে ডেইভ কলহৌন দাবি করেছেন, তিনি দায়িত্ব নেওয়ার সময় বোয়িং নজিরবিহীন বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছিল। এ কারণেই তখন প্রতিষ্ঠানটির হাল ধরতে রাজি হয়েছিলেন তিনি।