যুক্তরাষ্ট্রের কেনটাকিতে বন্যায় ২৫ জনের প্রাণহানি

বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। নদীর কূল ভেঙেছে
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ৪ শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

বন্যাকবলিত লোকজনকে উদ্ধারে অভিযান চলছে। স্থানীয় সময় গত শনিবার রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার এসব তথ্য জানিয়েছেন। বেশিয়ার সাংবাদিকদের বলেন, ‘এখনো আমরা জরুরি পরিস্থিতির মধ্যে আছি। উদ্ধার অভিযান চালাচ্ছি। প্রাণহানির যে হিসাব দেওয়া হচ্ছে, তা বাড়তে পারে।’

বুধ থেকে বৃহস্পতিবার কেনটাকিতে ১৩০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে
ছবি: রয়টার্স

গত বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ১৩০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। নদীর কূল ভেঙেছে। খাড়া পাহাড় ও সরু উপত্যকার কারণে অঞ্চলটিতে বন্যার প্রবণতা বেশি হলেও বিশেষজ্ঞরা বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকেও দায়ী করছেন।

ভয়াবহ এই বন্যা সাত মাসের মধ্যে কেনটাকিতে দ্বিতীয় বড় ধরনের কোনো জাতীয় দুর্যোগ। গত ডিসেম্বরে বেশ কয়েকটি টর্নেডোর আঘাতে এই অঙ্গরাজ্যের পশ্চিম অংশে প্রায় ৮০ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন

প্রেসিডেন্ট জো বাইডেন কেনটাকি বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছে বলে গত শুক্রবার ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টের এমন ঘোষণার কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তহবিল পাবে কেনটাকি।