টুইটারের ‘নীল টিক’ আবার চালু হচ্ছে

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন
ছবি: এএফপি

অ্যাকাউন্ট যাচাই বা ভেরিফায়েড করে ‘নীল টিক’ নেওয়ার সুবিধা আবার চালু করতে যাচ্ছে টুইটার। আগামী সপ্তাহ থেকে ফিচারটি আবার চালু হতে পারে। টুইটারের নতুন মালিক ইলন মাস্ক গতকাল শুক্রবার এক টুইটে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোনো অ্যাকাউন্টকে নীল টিক দেওয়ার আগে সেগুলো যাচাই করবেন টুইটারের কর্মীরা।

ইলন মাস্ক এখন টুইটারের ভেরিফায়েড সেবার চিহ্নের রং চিহ্নিত করে দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিষ্ঠানের জন্য ‘সোনালি টিক’, সরকারি অ্যাকাউন্টগুলোর জন্য ‘ধূসর টিক’ আর ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য ‘নীল টিক’ চালু হবে। নীল টিক দেওয়ার ক্ষেত্রে সাধারণ ব্যক্তি বা তারকার পার্থক্য করা হবে না। তিনি বলেন, এভাবে ভেরিফায়েড সেবা দেওয়া কষ্টকর হলেও তা জরুরি।

গত মাসে টুইটার কেনার পর এ মাসের শুরুতে প্রতি মাসে আট মার্কিন ডলারে নীল টিক সেবা চালুর ঘোষণা দেন ইলন মাস্ক। কিন্তু সেবা চালুর পরপরই অনেক ভুয়া অ্যাকাউন্ট নীল টিক পেয়ে যায়। এ কারণে ‘টুইটার ব্লু’ নামের এ সেবা বন্ধ করে দিতে বাধ্য হন মাস্ক।

টুইটারের পক্ষ থেকে ২৯ নভেম্বর নীল টিক সেবা আবার চালুর পরিকল্পনা করা হয়েছিল। তবে ওই তারিখ পরিবর্তন হতে পারে। ইলন মাস্কের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে এ সেবা আবার চালু হতে পারে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন