এবারের জুলাই ছিল সবচেয়ে উষ্ণ, বলছে নাসাও

নাসার তালিকা অনুযায়ী, ১৮৮০ সাল থেকে যতগুলো উষ্ণতম জুলাই রেকর্ড হয়েছে, তার মধ্যে শীর্ষ পাঁচটি রেকর্ড হয়েছে গত পাঁচ বছরে
ছবি: এএনআই ফাইল ছবি

মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলেছে, চলতি বছরের জুলাই মাসটি উষ্ণতার দিক থেকে আগের সব জুলাই মাসকে ছাড়িয়ে গেছে। শুধু তা–ই নয়, চলতি বছরের জুলাই মাসটি ছিল এযাবৎকালের সবচেয়ে উষ্ণ মাস। নিউইয়র্কে নাসার গর্ডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের (জিআইএসএস) বিজ্ঞানীদের উপস্থাপন করা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৮৮০ সাল থেকে উষ্ণতম মাসগুলোর হিসাব রাখছে নাসা। মহাকাশ সংস্থাটির রেকর্ড অনুযায়ী, ২০২৩ সালের জুলাই মাসটির গড় তাপমাত্রা অন্য যেকোনো জুলাই মাসের তুলনায় শূন্য দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ। আর ১৯৫১ থেকে ১৯৮০ সাল পর্যন্ত জুলাইয়ের গড় তাপমাত্রার তুলনায় এবারের জুলাই মাসটির গড় তাপমাত্রা ১ দশমিক ১৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

আরও পড়ুন

নাসার কর্মকর্তা বিল নেলসন বলেন, মার্কিন নাগরিকদের ওপর এখন জলবায়ু সংকটের সরাসরি প্রভাব পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য জলবায়ুবিষয়ক ঐতিহাসিক পদক্ষেপগুলো জরুরি ভিত্তিতে কার্যকর করাটা জরুরি হয়ে পড়েছে।

বিল নেলসন আরও বলেন, ‘আমাদের নিজেদের এবং পৃথিবীকে বাঁচাতে এখনই ব্যবস্থা নিতে হবে। এই একটি উপায়ই এখন হাতে আছে।’

বিশেষ করে দক্ষিণ আমেরিকার কিছু এলাকা, উত্তর আফ্রিকা, উত্তর আমেরিকা এবং অ্যান্টার্কটিকা উপদ্বীপ এবার বেশি উষ্ণ ছিল। এসব অঞ্চলের তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি উষ্ণ ছিল। নাসার বিশ্লেষণে বলা হয়, প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উষ্ণ তাপমাত্রা দিয়েই বোঝা যায়, ২০২৩ সালের মে মাস থেকে এল নিনো শুরু হয়েছে।

নাসার গর্ডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের পরিচালক গ্যাভিন শ্মিডট বলেন, আগামী বছর এল নিনোর সবচেয়ে বড় প্রভাবগুলো পড়তে পারে।

আরও পড়ুন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্মিডট বলেন, ‘চলতি বছরের জুলাই মাসটি শুধু যে আগের জুলাই মাসগুলোর তুলনায় উষ্ণতম ছিল, তা নয়; এটি ১৮৮০ সাল থেকে আমাদের রেকর্ড করা সবচেয়ে উষ্ণ মাসও। বৈজ্ঞানিক দিক থেকে এটা যে স্বাভাবিক ঘটনা নয়, তা পরিষ্কার। মানবসৃষ্ট কারণে বায়ুমণ্ডলে বেশি বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হওয়ায় বিশ্ব ভয়াবহ রকমের উষ্ণ হচ্ছে। গড় তাপমাত্রা বাড়ার কারণে এ দেশে (যুক্তরাষ্ট্র) এবং বিশ্বজুড়ে মানুষ চরম গরম পরিস্থিতির মধ্যে পড়ছে।’

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসও বলেছিল, জুলাই মাসটি পৃথিবীতে এযাবৎকালের রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণতম মাস।

নাসার তালিকা অনুযায়ী, ১৮৮০ সাল থেকে যতগুলো উষ্ণতম জুলাই রেকর্ড হয়েছে, তার মধ্যে শীর্ষ পাঁচটি রেকর্ড হয়েছে গত পাঁচ বছরে।