৪০ দেশের ওপরে উড়েছে চীনের সেই বেলুন, জানালেন মার্কিন কর্মকর্তা

গত শনিবার মার্কিন বিমানবাহিনীর এফ-২২ বিমান বেলুনটি ধ্বংস করতে সক্ষম হয়
ছবি: রয়টার্স

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ধ্বংস করা হয় চীনা ‘নজরদারি’ বেলুন। প্রায় ২০০ ফুট (৬০ মিটার) লম্বা বেলুনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় নজরদারি করছিল বলে সন্দেহ ওয়াশিংটনের। তবে বেইজিংয়ের দাবি, বেলুনটি তারা বেসামরিক কাজে ব্যবহার করছিল। দুর্ঘটনাক্রমে বেলুনটি যুক্তরাষ্ট্রে চলে গেছে। এখন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেলুনটি গোয়েন্দা তথ্য সংগ্রহে অভিযান পরিচালনা করতে সক্ষম। এটি পাঁচটি মহাদেশজুড়ে ৪০টির বেশি দেশের ওপর দিয়ে উড়েছিল।

মার্কিন ওই ঊর্ধ্বতন কর্মকর্তা গত বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা জানি, পিপলস রিপাবলিক অব চীনের পাঠানো নজরদারি বেলুন পাঁচ মহাদেশের ৪০টি বেশি দেশের ওপর দিয়ে উড়ে এসেছে। বাইডেন প্রশাসন সরাসরি ওই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে এই বিষয় নিয়ে।

ওই কর্মকর্তা আরও বলেন, বেলুনটি ‘গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সক্ষম’ এবং এটি একটি নৌবহরের অংশ। আর বেলুনটি ‘বিশ্বের ৪০টির বেশি দেশ ও ৫টি মহাদেশের’ ওপর দিয়ে উড়েছিল। সন্দেহ করা হচ্ছে, প্রতিটি দেশের প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে চীন।

রহস্যজনক বেলুনের দেখা মিলতেই আমেরিকা ও চীনের মধ্যে বিস্তর টানাপোড়েন শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্র দাবি করে, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপরে নজরদারির জন্যই নজরদারি বেলুন পাঠিয়েছে চীন। চীনের দাবি, কোনো নজরদারি নয় বরং আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য ওড়ানো হয়েছিল ওই বিশালাকার বেলুন। হাওয়ার ধাক্কায় পথ হারিয়ে মার্কিন আকাশসীমায় চলে যায়।

গত শনিবার মার্কিন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আটলান্টিক মহাসাগরে নামানো হয়। গত শনিবার যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বেলুনটি ধ্বংস করা হয়। যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংসের কথা জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

আরও পড়ুন

ইতিমধ্যে সমুদ্র থেকে বেলুনের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ যন্ত্রাংশগুলো ইতিমধ্যেই পরীক্ষা করা হচ্ছে। বেলুনটির যে ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে, তার একাধিক ছবি মার্কিন নৌবাহিনী গত মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ করে। মার্কিন কর্মকর্তারা ওই দিন বলেছেন, উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা হবে।

বেলুনটিতে গুপ্তচরবৃত্তির কোনো সরঞ্জাম ছিল কি না, তা তাঁরা যাচাই করে দেখবেন।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, বেলুনটি প্রায় ২০০ ফুট (৬০ মিটার) লম্বা ছিল। বেলুনটির ওজন কয়েক শ বা কয়েক হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে। একটি আঞ্চলিক উড়োজাহাজ রাখার মতো জায়গা ছিল বেলুনে।

আরও পড়ুন