ট্রাম্পের বিরুদ্ধে মামলায় রায় জানাতে আলোচনায় জুরিরা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলায় রায় জানাতে আলোচনায় বসেছেন জুরিরা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে পাঁচ সপ্তাহের বেশি সময়ের শুনানির পর এখন জুরিরা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্তটি হলো এই মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ।

সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় নিতে হবে, সে ব্যাপারে গতকাল বুধবার জুরিদের নির্দেশনা দেন বিচারক জুয়ান মার্চেন। তিনি তাঁর নির্দেশনায় ১২ জুরিকে বলেছেন, কোনো ধরনের দ্বিধা বা সন্দেহ রেখে আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে না।

বিচারকের নির্দেশনার পর গতকাল জুরিরা নিজেদের মধ্যে প্রথম দিনের মতো রুদ্ধদ্বার আলোচনা করেন। তবে এদিন তাঁরা রায়ের বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেননি। তাঁরা আজ বৃহস্পতিবার আবার আলোচনায় বসবেন।

আরও পড়ুন

জুরিরা কখন রায়ের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাবেন, তা স্পষ্ট নয়। যেকোনো রায়ের জন্য ১২ জুরির সর্বসম্মত সম্মতির দরকার হবে।

মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন। নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সিদ্ধান্ত ট্রাম্পের বিপক্ষে গেলে তিনি হবেন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি হবেন ফৌজদারি অপরাধের দায় মাথায় নিয়ে বড় কোনো রাজনৈতিক দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাওয়া একজন প্রার্থী।

আরও পড়ুন

দোষী সাব্যস্ত হলে ট্রাম্প নিশ্চিতভাবে রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আপিল মামলা নিষ্পত্তি হতে কয়েক মাস বা তার চেয়ে বেশি সময় লেগে যেতে পারে।

আরও পড়ুন
আরও পড়ুন