বাইডেনকে বর্জনের জন্য এবার মিনেসোটাতেও ‘আনকমিটেড’ ভোটের প্রচারণা

লাস ভেগাসে নির্বাচনী সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ৪ ফেব্রুয়ারিছবি: রয়টার্স

এবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে (প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে ভোট) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বর্জনে ‘আনকমিটেড’ ভোট দেওয়ার জন্য প্রচার-প্রচারণা চলছে। ইসরায়েল প্রশ্নে অবস্থান বদলাতে বাইডেনকে চাপ দেওয়ার জন্য অ্যাকটিভিস্টরা এমন উদ্যোগ নিয়েছেন।

তাদের আশা, আজ সুপার টুয়েসডেতে প্রগতিশীল ডেমোক্র্যাট ও মুসলিম আমেরিকানদের জোটটি দৃঢ়ভাবে বাইডেনকে বর্জনের পক্ষে অর্থাৎ আনকমিটেড ভোট দেবে। ব্যালটে প্রার্থীদের নামের তালিকা থেকে কাউকেই পছন্দ না হলে ভোটার তখন ‘আনকমিটেড’ অংশটি বাছাই করতে পারেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট পার্টির প্রাথমিক বাছাইয়ে জয়ী হন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গাজায় যুদ্ধ প্রশ্নে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় তাঁর বিরোধিতা করেও উল্লেখযোগ্যসংখ্যক ভোট পড়েছে। অনেক ভোটার ব্যালটে ‘আনকমিটেড’ (প্রতিশ্রুতিবদ্ধ নয়) ভোট দিয়েছেন। মিনেসোটা অঙ্গরাজ্যটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো এলাকা নয়। এটি ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত। সুতরাং আনকমিটেড ভোটের যে প্রভাব, তা মিনেসোটায় পড়ার সুযোগ নেই।

এরপরও নিজের দলের মধ্যে বাইডেনের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য মিনেসোটার ভোটের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন

মিনেসোটায় কয়েকটি সংগঠন ভোটারদের ফোন করে, টেক্সট পাঠিয়ে, মসজিদ এবং বিভিন্ন কমিউনিটি সেন্টারে প্রচার চালিয়ে বাইডেনকে বর্জনের জন্য ভোটারদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

এমনই একটি মুভমেন্ট হলো ‘অ্যাবানডন বাইডেন’। এ মুভমেন্টের কো-চেয়ার জায়লানি হুসেন বলেন, ‘যুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে বাইডেনের বিরুদ্ধে এটি হবে আরেকটি প্রতিবাদী ভোট (প্রটেস্ট ভোট)।

হুসেনের হিসাব অনুসারে মিনেসোটা অঙ্গরাজ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার মুসলিমের বসবাস। তিনি বলেন, মিনেসোটায় ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে ১০ হাজার ভোটার বাইডেনকে সমর্থন না দিয়ে ‘আনকমিটেড’ ভোট দেবেন। এ সংখ্যা আরও বেশিও হতে পারে।

‘আনকমিটেড’ ভোটের পক্ষে প্রচার চালানো সংগঠনগুলোর দাবি, বাইডেন যেন ইসরায়েলকে সহায়তা দেওয়া বন্ধ করে দেন এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থন দেন।

সম্প্রতি মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের প্রাথমিক বাছাইয়ের ফলাফলে দেখা গেছে, বাইডেন ৮১ শতাংশ ভোট জিতেছেন। বাইডেনের প্রচারণা শিবিরের এক কর্মকর্তা বলেন, এ ফলাফলের মধ্য দিয়েই বোঝা গেছে, সমর্থকদের একটা বড় অংশ বাইডেনের সঙ্গে আছেন। মিনেসোটাতেও একই রকম ফলাফল পাওয়া যাবে বলে আশা করেন তিনি।

আয়োজকেরা ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট এবং অন্য অঙ্গরাজ্যগুলোয় একই ধরনের উদ্যোগ নিচ্ছেন।

আজ মঙ্গলবার মিনেসোটাসহ ১২টির বেশি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের দলীয় প্রাথমিক বাছাইপর্বের ভোট হবে। দিনটি ‘সুপার টুয়েসডে’ নামেও পরিচিত। ধারণা করা হচ্ছে, উল্লেখযোগ্যসংখ্যক বিরোধিতার পরও বাইডেন প্রাথমিক বাছাইপর্বে জয়ী হবেন এবং ডেমোক্র্যাট পার্টি থেকে মনোনয়ন পাবেন।