একনজর: বিশ্বে যা ঘটল সারা দিন

আজ ১০ নভেম্বর, শুক্রবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ছবি: রয়টার্স ফাইল ছবি

ফিলিস্তিন ভূখণ্ড পুনর্দখল কিংবা অঞ্চলটিকে শাসন করার পরিকল্পনা ইসরায়েলের নেই বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ফক্স নিউজ ও মার্কিন বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এমন দাবি করেন। নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে মোকাবিলায় তাঁর দেশের সেনাবাহিনী অসাধারণ ভূমিকা রেখেছে।

ইসরায়েলের নির্বিচার হামলায় ঘর–বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন–রাত কাটাচ্ছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা
ছবি: এএফপি

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা চলার মধ্যে হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি সাংবাদিকদের বলেছেন, গাজার উত্তরাঞ্চলে প্রতিদিন চার ঘণ্টার যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে যেতে সাধারণ মানুষকে এই সুযোগ দেওয়া হবে। প্রতিদিন তিন ঘণ্টা আগেই এ বিরতির সময় জানানো হবে বলে জানান তিনি।

হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটি, ৩ নভেম্বর
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর এক মাস পেরিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ পরিচালক জুলিয়েত্তে তোমা বলেছেন, এ সময় ইসরায়েলের হামলায় গাজায় জাতিসংঘের ৯৯ কর্মীর প্রাণ গেছে। তিনি বলেন, পরিস্থিতি দিন দিন খুবই খারাপ হচ্ছে।

যুক্তরাষ্ট্র নিউইয়র্ক টাইমসের কার্যালয়ের সামনে ইসরায়েলবিরোধী বিক্ষোভ। ম্যানহাটন, নিউইয়র্ক, ৯ নভেম্বর
ছবি: টুইটার থেকে নেওয়া

এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের কার্যালয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সংবাদমাধ্যমটি গাজায় ইসরায়েলি হামলার খবর প্রচারে পক্ষপাতমূলক আচরণ করছে। এর প্রতিবাদে নিউইয়র্কের ম্যানহাটনে সংবাদমাধ্যমের প্রধান কার্যালয়ের সামনে ও লবিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ করেন তাঁরা।

প্রতীকী ছবি
ছবি: এএফপি ফাইল ছবি

বিশ্বে মশাবাহিত রোগ চিকুনগুনিয়া মোকাবিলায় সুখবর দিয়েছে যুক্তরাষ্ট্র। চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ ঘোষণা দেয়। ইউরোপের ভালনেভা কোম্পানি টিকাটি তৈরি করেছে। ইক্সচিক নামে এই টিকা বাজারজাত হবে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বলেছে, ১৮ এবং তার বেশি বয়সী মানুষদের মধ্যে যাঁরা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন, তাঁদের জন্য এ টিকার অনুমোদন দেওয়া হয়েছে।

মহুয়া মৈত্র
ছবি: টুইটার থেকে নেওয়া

ভারতের তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য মহুয়া মৈত্রর সংসদ সদস্যপদ খারিজের সুপারিশ করেছে ‘এথিকস কমিটি’। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ শাসক দল বিজেপি করেছিল, অতি দ্রুত তার ‘তদন্ত’ শেষ করে এথিকস কমিটি ওই সুপারিশ চূড়ান্ত করেছে। প্রায় ৫০০ পৃষ্ঠার রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতেও সরকারকে সুপারিশ করা হয়েছে।