একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

রেডক্রসের কাছে জিম্মিদের হস্তান্তর করছে হামাস, ২৬ নভেম্বর হামাসের সামরিক শাখায় প্রকাশিত ভিডিও থেকে ছবিটি নেওয়া হয়েছেছবি: রয়টার্স

আজ ২৭ নভেম্বর, সোমবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এর পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কিছু উল্লেখযোগ্য খবরও আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

সাময়িক যুদ্ধবিরতির তৃতীয় দিনে গতকাল রোববার গাজা উপত্যকা থেকে আরও ১৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ৪ বছর বয়সী এক মার্কিন শিশুও আছে। একই দিন ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

গাজায় চলমান চার দিনের যুদ্ধবিরতি আজ শেষ হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বৈঠকে বসে ইসরায়েলের মন্ত্রিসভা। সেখানেই এই আলোচনা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের বার্লিংটনে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন কলেজশিক্ষার্থীকে গুলি করে আহত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কাছের সড়কে এই গুলির ঘটনা ঘটে। বার্লিংটন পুলিশ জানিয়েছে, পিস্তল নিয়ে এক ব্যক্তি তিন কলেজশিক্ষার্থীকে গুলি করেন। তারপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ইশাক দার
এএফপি ফাইল ছবি

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সিনেটর ইশাক দারকে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রধান হিসেবে অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী। গতকাল রোববার সংশ্লিষ্ট সূত্র জিও নিউজকে এ তথ্য জানিয়েছে। তবে সিনেট নেতা ইশাক দারকে মনোনীত করা নিয়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আপত্তি জানিয়েছে।

ইমরান খান
ছবি: রয়টার্স ফাইল ছবি

এদিকে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি প্রতিনিধিদল গতকাল রোববার আবারও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করেছে। এদিন আল কাদির দুর্নীতি ট্রাস্ট মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। দিল্লির পথে হাঁটছেন কয়েক পথচারী। সম্প্রতি তোলা
ছবি: এএফপি

দুই দিন ধরে রাজধানী দিল্লির বাসিন্দারা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে আকাশের দিকে, বৃষ্টির আশায়। আবহাওয়া অফিসের আগাম আশ্বাস ছিল, দু-এক দিনের মধ্যেই দিল্লিতে বৃষ্টি হবে। হিমাচল প্রদেশের তুষারপাত তার ইঙ্গিত দিয়েছে।