ইতিহাসের এই দিনে: শ্বেতাঙ্গদের স্কুলে প্রথম কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৪ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ইতিহাস গড়া মার্কিন শিশু রুবি
ছবি: ভিডিও থেকে নেওয়া

শিশুটির নাম রুবি ব্রিজেস। বয়স ছয় বছর। বাড়ি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে। ১৯৬০ সালের ১৪ নভেম্বর ইতিহাসের পাতায় নাম লেখায় রুবি। প্রথম কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী হিসেবে এমন একটি প্রাথমিক বিদ্যালয়ে ছোট্ট রুবিকে ভর্তি করা হয়, যেখানে সব শিক্ষার্থী ছিল শ্বেতাঙ্গ।

আরও পড়ুন

প্রথম শ্রমিক ধর্মঘট

১১৫২ খ্রিষ্টপূর্বাব্দের আজকের দিনে প্রাচীন মিসরে ঘটে অভাবনীয় একটি ঘটনা। এদিন মিসরবাসী প্রথমবারের মতো শ্রমিক ধর্মঘটের মুখোমুখি হয়। বিশ্বের ইতিহাসে এটাই প্রথম শ্রমিক ধর্মঘটের ঘটনা।

আরও পড়ুন

প্রকাশিত হয় ট্রেজার আইল্যান্ড

রবার্ট লুই স্টিভেনসনের লেখা ‘ট্রেজার আইল্যান্ড’ বইয়ের প্রচ্ছদ
ছবি: টুইটার থেকে নেওয়া

স্কটল্যান্ডে জন্ম নেওয়া রবার্ট লুই স্টিভেনসন ভিক্টোরিয়ান যুগের অন্যতম গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক। তাঁর লেখা ‘ট্রেজার আইল্যান্ড’ পড়েননি বা ড. জেকিল ও মি. হাইডের সঙ্গে পরিচয় নেই, সারা বিশ্বে এমন সাহিত্যপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। ১৮৮৩ সালের ১৪ নভেম্বর প্রথম প্রকাশিত হয় লুই স্টিভেনসনের ‘ট্রেজার আইল্যান্ড’। পরবর্তী সময়ে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় এই বইয়ের কোটি কোটি কপি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

নিলামে ফরাসি রানির গয়না

ফ্রান্সের রানি মেরি অ্যান্তোনেত্তের গয়না প্রায় ২০০ বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিল। অবশেষে ২০১৮ সালের এই দিনে সেসব প্রকাশ্যে আনা হয়। সুইজারল্যান্ডে নিলামে তোলা হয় ফরাসি রানির সংগ্রহে থাকা গয়না।

আরও পড়ুন
আরও পড়ুন