Thank you for trying Sticky AMP!!

অভ্যন্তরীণ ফ্লাইট আজ রাত ১২টা থেকে বন্ধ

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গণপরিবহন, ট্রেন, লঞ্চের পর দেশের অভ্যন্তরীণ আকাশপথে উড়োজাহাজের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক।

আজ দুপুরে প্রথম আলোকে মহিবুল হক বলেন, রাত ১২টা থেকে দেশের অভ্যন্তরীণ সব বিমানবন্দরে ফ্লাইট বন্ধ চলাচল থাকবে। আন্তর্জাতিক চারটি আকাশপথে ফ্লাইট বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক) থেকে জানানো হয় আগামী ৪ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ সব বিমানবন্দরে ফ্লাইট বন্ধ থাকবে।

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) মহাসচিব মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কাল থেকে যাঁদের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ছিল, সেসব যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।