
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আলী শিহাব সাব্বির আর নেই। ২২ জুলাই নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
অধ্যাপক আলী শিহাব সাব্বির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক আলী আনোয়ার ও অধ্যাপিকা বেগম হোসনে আরার কনিষ্ঠ পুত্র। আলী শিহাব সাব্বিরের স্ত্রী আইইউবির লাইফ সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক রিতা ইউসুফ।
আলী শিহাবের মরদেহ আগামী রোববার বিমানযোগে বাংলাদেশে আনা হবে। পরদিন সোমবার সকাল ১০টায় আইইউবিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর তাঁকে সাভারের অরুণাপল্লীতে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।