আষাঢ় বর্ষার মাস হলেও বৃষ্টি হচ্ছে কম, গরম পড়ছে বেশি। গরমে দেশের অনেক স্থানেই অবস্থা চরম। এখানে ছবিতে এরই কিছু নমুনা।
প্রখর রোদে ছাতা মাথায় দিয়ে বিদ্যালয়ের পথে তিন শিক্ষার্থীবিদ্যালয়ে গিয়ে গরমে অতিষ্ঠ শিক্ষার্থীরা টিউবওয়েল থেকে বোতলে পানি ভরে নিচ্ছেপানির জন্য ভিড় জমিয়েছে ছোটরাচলছে পানি সংগ্রহস্কুলে পানি নিয়ে প্রশান্তিগরমে অতিষ্ঠ জনজীবন। একটু ঠান্ডার পরশ নিতে গাছতলায় পাখা নিয়ে কর্মজীবীরাগরমে হাঁপ ধরে গেছে। তাই নদীর জলে শিশুদের ঝাঁপাঝাঁপিনদীপাড় দিয়ে হেঁটে যেতে যেতে গলা ভিজিয়ে নিচ্ছেন এক কৃষক