কুমিল্লা নগরের মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আহসান হাবিব ওরফে সুমু হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লা সরকারি কলেজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. জুনায়েদ ও মিজানুর রহমান৷ এর মধ্যে জুনায়েদের বাড়ি পটুয়াখালী ও মিজানের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়৷ তাঁরা দুজনই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কবি নজরুল হলে থাকতেন। আহসান হাবিব হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ ওরফে রাসেলের বাহিনীর সদস্য৷ এ নিয়ে ওই মামলার পাঁচ আসামি গ্রেপ্তার হলো।
জানা যায়, সকাল নয়টা থেকেই পুলিশের একটি দল কুমিল্লা সরকারি কলেজ ফটকের সামনে অবস্থান নেয়। সকাল নয়টা ২৫ মিনিটে কলেজ ফটক থেকে মো. জুনায়েদকে এবং এর দুই মিনিট পর মিজানুর রহমানকে কুমিল্লা সরকারি কলেজের ৩৬ নম্বর কক্ষ থেকে গ্রেপ্তার করে পুলিশ। জুনায়েদ ও মিজান গতকাল অর্থনীতি স্নাতকোত্তর শেষ পর্বের পরীক্ষা দেওয়ার জন্য ওই কলেজ কেন্দ্রে গিয়েছিলেন। তাঁরা দুজনই ওই কলেজের অর্থনীতি স্নাতকোত্তর শ্রেণির শেষ পর্বের শিক্ষার্থী।