Thank you for trying Sticky AMP!!

ঈদের জমজমাট জামদানি

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে জামদানি পণ্য প্রদর্শনী ও মেলা । ১৬ মে মেলা শুরু হয়েছে। চলবে ২৫ মে পর্যন্ত। মেলায় ২৫টি স্টলে প্রদর্শিত ও বিক্রি হচ্ছে নানা রং ও নকশার জামদানি শাড়ি, থ্রিপিস ও পাঞ্জাবি পিস। নকশার মধ্যে আছে কিরণমালা, তেরছা, জলপাড়, পান্নাহাজার, করোলা পাড়, দুবলাজাল, সাবুরগা, বলিহার, শাপলা ফুল, আঙ্গুরলতা, ময়ূরপ্যাচপাড়, বাঘনলি, কলমিলতা, চন্দ্রপাড়, ঝুমকা ইত্যাদি। এখানে যেসব জামদানি আছে সেগুলোর দাম শুরু সাড়ে তিন হাজার টাকা থেকে। আছে ৮০ হাজার টাকা দামেরও শাড়ি। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রচারের অভাবে ক্রেতারা মেলার কথা জানতে পারছেন না। তাঁরা লোকসানের আশঙ্কা করছেন। ছবিগুলো মঙ্গলবারের।
একটি স্টলে সাজিয়ে রাখা নানা রং ও নকশার জামদানি শাড়ি।
বিক্রেতার সঙ্গে শাড়ির দাম নিয়ে কথা বলছেন এক ক্রেতা।
ঐতিহ্যবাহী নকশার কদরই বেশি।
জামদানি কাপড়ের পাঞ্জাবি ও থ্রিপিস।
নিজের জন্য শাড়ি পছন্দ করছেন এক ক্রেতা।
বেশির ভাগ জামদানি শাড়ি এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে।