আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ অ্যালামনাই সোসাইটির (এআইইউবিঅ্যালান্স) উদ্যোগে প্রথম এআইইউবি অ্যালামনাই হোমকামিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতি রোমন্থনে মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
গত শুক্রবার বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী এ মিলনমেলায় অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিলনমেলায় বিভিন্ন ইভেন্ট ছিল। এর মধ্যে মতবিনিময় সভা, বিভিন্ন ইনডোর গেমস, আউটডোর গেমস, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পাস ট্যুর, বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যান্ড দলছুট ও মিনারের সংগীত পরিবেশনা সবাইকে মাতিয়ে রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাসানুল এ হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কারমেন জিটা লামাগনা ও ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার।