
দিনবদলের মেলাতে এখন ঘরে বসেই আমরা পাচ্ছি প্রয়োজনীয় প্রায় সব সামগ্রী। শপিংমল ঘুরে ঘুরে সময় এবং শক্তি খরচ না করে ঘরে বসেই পছন্দের জিনিস অর্ডার দিতে পারছি। অর্ডার অনুযায়ী প্রিয় জিনিস পৌঁছে যায় দোরগোড়ায়। বলছি অনলাইন-কেনাকাটার কথা। নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের পাশাপাশি আপনার বাড়ির এসিটিও কিনতে পারেন অনলাইনে। ডিভাইসে এক ক্লিকে চলে আসবে ঘর শীতল করার যন্ত্রটি।
যেহেতু কাছ থেকে দেখেশুনে, যাচাই-বাছাই করে কেনার সুযোগ থাকে না, তাই অনলাইনে এসির অর্ডার দেয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
পছন্দ করার জন্য যখন আপনি বিভিন্ন ধরনের এসির ছবি দেখেন, তখন নিচের দিকে পণ্যটির যাবতীয় বর্ণনা লেখা থাকে। শুরুতেই দেওয়া থাকে ওই এসির মডেল নম্বর। গুগলে সার্চ করে সেই মডেল নম্বরের সঙ্গে বর্ণনাটা মিলিয়ে নিতে হবে। এমনও হতে পারে, যে মডেল নম্বরটি দেওয়া আছে, সেটার দাম হয়তো আরও কম। কিন্তু বর্ণনায় এমন কিছু লেখা আছে, যা আপনি বাজারে ওই দামে পাবেন না। তখনই শুরু হয় ঝামেলা। তাই যাচাই করে, বুঝেশুনে অর্ডার দিতে হবে।
বেশির ভাগ অনলাইনেই দেখা যায় দুটো দাম লেখা থাকে। একটা লাল দাগ দিয়ে কেটে দেওয়া, তার নিচে দেওয়া ‘অফার-মূল্য।’ এটি নির্ভেজাল বাজারজাতকরণ কৌশল ছাড়া কিছুই নয়। কিন্তু এই কৌশলের জালে পা দিয়ে দিই আমরা অনেকে। মনে রাখতে হবে, এসি কেনায় যেহেতু একটা বড় অঙ্কের টাকা আমাদের গুনতে হয়, তাই সচেতন থাকার বিকল্প নেই। অনলাইনে অর্ডার করার আগে শোরুমে ফোন করে আসল দামটা জেনে নিতে হবে। অনেক সময় মূল পণ্যের সঙ্গে আনুষঙ্গিক সেবাগুলো বাদ দিয়ে অফার-মূল্য দেওয়া হয়।
সাধারণত এয়ার কন্ডিশনারে তিন ধরনের ওয়ারেন্টি থাকে। মূল বডিতে থাকে এক বছরের, কনডেনসারের জন্য এক বছর ও কমপ্রেশারে তিন থেকে ছয় বছরের। তবে অনেক অনলাইন শুধু কমপ্রেশারেরই ওয়ারেন্টি দেয়। আপনার নির্ধারিত অনলাইন শপটি এগুলো ঠিকঠাক দিচ্ছে কি না,Ñসেটা জেনে নিয়ে তারপর পণ্যের অর্ডার দিতে হবে।
ইনস্টলেশন না-হয় ফ্রিতে পাওয়া গেল, কিন্তু সঙ্গে যেসব টুকিটাকি যন্ত্রপাতি লাগবে, সেগুলোর জন্য আবার টাকা দিতে হবে না তো? অর্ডার দেওয়ার আগে জেনে নিতে হবে এই বিষয়ও।
উইন্ডোর চেয়ে স্প্লিট এসির সার্ভিসিং খরচ সাধারণত একটু বেশি হয়। তাই যে মডেলটা পছন্দ করতে চলেছেন, বাজারে সেটার সেবাজনিত মূল্য কত কিংবা সার্ভিসিং সহজলভ্য কি না,Ñসেটাও জেনে নিতে হবে।
অনলাইনে সরাসরি প্রশ্ন করে অনেক কিছু বোঝার সুযোগ থাকে না। তাই এক ফাঁকে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে, পছন্দের মডেলটা ইনভার্টার নাকি ফিক্সড ফ্যান সিস্টেমে চলে। ইনভার্টার হলো, যে এসির ভেতর মোটরের গতি নিয়ন্ত্রণ করে তাপমাত্রা ঠিক করা হয়। আর ফিক্সড ফ্যানের ক্ষেত্রে বারবার কনডেনসার অফ–অন করে এ কাজটি করা হয়। এ কারণে ইনভার্টারের চেয়ে ফিক্সড ফ্যানে বিদ্যুৎ-খরচ একটু বেশি হয়।
এয়ার কন্ডিশনের অফার-মূল্য দেখে খুশি হয়ে গেলেন, পরে দেখা গেল ডেলিভারি আর ইনস্টলেশন চার্জ দিতেই পকেটটা ঘেমে গেল! তখন আর বাড়তি না দিয়ে উপায় থাকবে না। এসি কেনার ক্ষেত্রে তাই এই দুটো চার্জ সম্পর্কেও জেনে নিন। প্রথমেই জেনে নিলে দোরগোড়ায় পৌঁছানোর পর আর ঝামেলা থাকে না।