Thank you for trying Sticky AMP!!

'করোনার ওষুধ' বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মানুষকে ধোঁকা দিয়ে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে চৌধুরী হাট সদ্দার পাড়ায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন এ জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ মনছুর আলী (৪০)। তিনি উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা।

ইউএনও মোহাম্মদ রুহুল আমীন প্রথম আলোকে বলেন, ‘মানুষকে ধোঁকা দিয়ে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করছিলেন ওই ব্যক্তি। পরিচয় গোপন রেখে নিজেই ক্রেতা সেজে দেড় শ টাকা দিয়ে এক ফাইল ওষুধ কিনি। প্রতি ফাইল দেড় শ টাকা। চার মাস খেতে হবে বলে জানানো হয়। একপর্যায়ে প্রতারণার কথা স্বীকার করেন ওই ব্যক্তি। পরে মুচলেখা নিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাছানুজ্জামান বাচ্চুর জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’