কলম্বোর দি ক্রিকেট ক্লাব ক্যাফেতে একদিন

কলম্বোর ফ্লায়োর’স রোডে ক্রিকেট ক্লাব ক্যাফের সামনে লেখক। অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রেমী দম্পতি জেমস ও গ্যাবরিয়েল ওয়াইট এটি তৈরি করেন। ছবি: সংগৃহীত
কলম্বোর ফ্লায়োর’স রোডে ক্রিকেট ক্লাব ক্যাফের সামনে লেখক। অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রেমী দম্পতি জেমস ও গ্যাবরিয়েল ওয়াইট এটি তৈরি করেন। ছবি: সংগৃহীত

আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হন এবং শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ভ্রমনে যান তাহলে 'দি ক্রিকেট ক্লাব ক্যাফে' তে আপনি অবশ্যই একবার ঢুঁ মারবেন।

‘দি ক্রিকেট ক্লাব ক্যাফে’র বিভিন্ন স্মারকে ক্রিকেটের নানা ইতিহাস জানা যাবে। ছবি: লেখক

অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রেমী দম্পতি জেমস ও গ্যাবরিয়েল ওয়াইট কলম্বোর শহরের ফ্লায়োর'স রোডে এই ক্রিকেট ক্লাব ক্যাফেটি বানান। আসলে ক্রিকেট ক্লাব ক্যাফে না বলে ক্রিকেট মিউজিয়াম বললেই বরং যথার্থ বলা হবে।

আপনি এখানে ঢোকামাত্রই ক্রিকেট ইতিহাসের সাগরে ডুবে যাবেন। শত শত ক্রিকেট স্মারকে ভরা ক্যাফে। দেয়াল গুলো মোড়ানো নানা স্মারকে। কি নেই এখানে। ১৯৬৮ সালে নটিংহামের হয়ে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড স্যার গ্যারি সোবার্সের ৬ বলে ৬ টি ছক্কা মারায় ব্যবহৃত ব্যাট আছে। আছে স্যার ডন ব্যাডম্যান ও শচীন টেন্ডুলকারের অটোগ্রাফ দেওয়া ব্যাট। ওয়াসিম আকরামের বিশ্বকাপ ফাইনালের জার্সি, সুনীল গাভাস্কারের হ্যাট, জোয়েল গার্নারের জুতা, বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের সকলের অটোগ্রাফ দেওয়া ব্যাট।

স্যার গ্যারি সোবার্স, স্যার ডন ব্যাডম্যান ও শচীন টেন্ডুলকারসহ অনেকের ব্যাট আছে ‘দি ক্রিকেট ক্লাব ক্যাফে’তে। ছবি: লেখক

দোতালা এই ক্যাফের এক ঘর থেকে আরেক ঘরে হেঁটে যেতেই আপনার অনেকটা সময় লেগে যাবে। কারণ ঘরগুলোর দেওয়াল জুড়ে একটার পর একটা বিস্ময়কর ক্রিকেট স্মারক আপনার ক্রিকেট ইন্দ্রীয়গুলো নাড়িয়ে দিতে থাকবে। আর আপনি হারিয়ে যাবেন ক্রিকেট ইতিহাসের পাতায় পাতায়।

ক্রিকেট ক্লাব ক্যাফেটিকে ক্রিকেট মিউজিয়াম বলাই ভালো। ছবি: লেখক

সেখানে আইকনিক একটি উডেন ট্রাফিক সিগনাল আছে, যেখান থেকে বিশ্বের নামীদামী সব ক্রিকেট ভেন্যুগুলোর অবস্থান ও দূরত্ব নির্দেশ করছে। তার ঠিক পাশেই আছে 'ব্রাডম্যান বার', তার সেলফে রাখা আছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) একটি স্মারক ক্যাপ ও ক্রেস্ট। দেখতে ভুলবেন না কিন্তু !

আইকনিক উডেন ট্রাফিক সিগনালে বিশ্বের নামীদামী সব ক্রিকেট ভেন্যুর অবস্থান ও দূরত্ব নির্দেশ করা আছে। ছবি: লেখক
জোয়েল গার্নারের জুতা। ছবি: লেখক

লেখক: সভাপতি, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন