Thank you for trying Sticky AMP!!

কুড়িগ্রামে বিজিবির উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস

কুড়িগ্রামে ২২ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সময় বিজিবির উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ছবি: লেখক

কুড়িগ্রামে বিভিন্ন সময় বিজিবির উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ২২ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, ধ্বংস করা মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকার মতো হবে।

২২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময় আটক করা ফেনসিডিল, মদ, ইয়াবা ও গাঁজা ধ্বংস করা হয়। ছবি: লেখক

অনুষ্ঠানে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. জাফর আলী, কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ও কাস্টমস কর্মকর্তাসহ সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ধ্বংস করা মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। ছবি: লেখক

পরে ২২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময় আটক ফেনসিডিল, মদ, ইয়াবা ও গাঁজা ধ্বংস করা হয়।