Thank you for trying Sticky AMP!!

কোন আমের কী নাম

>কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে হয়ে গেল জাতীয় ফল প্রদর্শনী। তিন দিনের ফল প্রদর্শনী শেষ হয়েছে আজ মঙ্গলবার। এই প্রদর্শনীতে প্রদর্শন ও বিক্রি হয়েছে নানা ধরনের দেশি ফল। তবে ফলের মেলায় প্রাধান্য পেয়েছে আম। মেলায় ৭৫ জাতের আম প্রদর্শন ও বিক্রি হয়েছে। একসময় দেশে আমের মৌসুম মে মাসে শুরু হয়ে শেষ হতো জুনে। কিন্তু এখন দেশে নতুন জাতের আম চাষ হওয়ায় আমের মৌসুমের মেয়াদও বাড়ছে। একেক জাতের আমের একেক নাম। যেমন হিমসাগর, চোষা, বউ সোহাগী, ল্যাংড়া, নাগ ফজলি, আলতাপেটি, রানি পছন্দ, দুধ সর, আম্রপালি, লক্ষ্মণভোগ, মল্লিকা, মিছরি দানা ইত্যাদি। জেনে নেওয়া যাক কিছু আমের নাম।
মেলার প্রবেশমুখে সাজিয়ে রাখা হয়েছে নানা ফল।
হিমসাগর। বাজারে এই আমের প্রাধান্য বেশি। ক্ষীরশাপাতি নামেও পরিচিত এই নাম।
চোষা। এই আমও অত্যন্ত জনপ্রিয়।
বউ সোহাগী। এই আম আকারে ছোট।
ল্যাংড়া। বাজারে এই আম একটু দেরিতে আসে।
নাগ ফজলি। চাহিদার তুলনায় এই আমের উৎপাদন কম।
আলতাপেটি। এর বাইরে সবুজ ভেতরটা উজ্জ্বল কমলা রঙের।
বউ পছন্দ। এই আম আকারে একটু ছোট।
হাঁড়িভাঙা। এই আমেরও কদর আছে।
দুধ সর। নামটি অপরিচিত, কিন্তু খেতে সুস্বাদু।
আম্রপালিও খুব জনপ্রিয় আম।
লক্ষ্মণভোগ। মন কাড়তে এই আমের রংই যেন যথেষ্ট।
মাহালিশা। কলার মতো দেখতে তাই এই আমের অন্য নাম ‘ব্যানানা ম্যাংগো’।
মল্লিকা। এই আমের রং লোভনীয়।
বোম্বাই হিমসাগর। এই আম গোলাকার।