কড়া নজরদারিতে বাজারে নামছে গোপালভোগ

মৌসুমের শুরুতে রাজশাহীতে প্রশাসনের নজরদারিতে বাজারে নেমেছে গোপালভোগ আম। এদিকে মোহনপুরে গতকাল রাসায়নিক দ্রব্য মিশিয়ে ল্যাংড়া আম পাকানোর দায়ে এক আম ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে গিয়ে দেখা যায়, বাজারে রাসায়নিকমুক্ত ও পরিপক্ব আম বাজারজাতকরণে মনিটরিং ক্যাম্প বসানো হয়েছে। সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাঁদের সঙ্গে বিএসটিআইয়ের একটি দল রয়েছে। কোনো ব্যবসায়ীর আম সন্দেহ হলে তারা সেই আম পরীক্ষা-নিরীক্ষা করছে। তারপর তাঁদের ছাড়পত্র দিচ্ছে।
বানেশ্বর বাজারে আম নিয়ে এসেছিলেন কাটাখালী বাজারের মো. সাদ্দাম হোসেন। তিনি বলেন, পাকার পরে তিনি আম পেড়েছেন। আমে কোনো ‘মেডিসিন’ নেই। একেবারে নির্ভেজাল আম।

বানেশ্বর বাজারে রাসায়নিকমুক্ত ও পরিপক্ব আম বাজারজাতকরণে মনিটরিং ক্যাম্পে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, আম ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার জন্য বানেশ্বর বাজারের ব্যাংক শনিবার খোলা রাখার ব্যবস্থা করা হচ্ছে।

রাজশাহী জেলা প্রশাসক এস এম আবদুল কাদের বলেন, আমচাষিদের একটা সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, যাতে তাঁরা আগে আম না পাড়েন। জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কেউ যেন আমে কোনো ধরনের রাসায়নিক মেশাতে না পারেন।

এদিকে গতকাল মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিপুর চান্দ্রপাড়া গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে কালাম হোসেন নামের এক আম ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় কালাম অপরিপক্ব আমে রাসায়নিক দ্রব্য মেশাচ্ছিলেন। পরে মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মির্জা ঈমাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আম ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে রাসায়নিক মেশানো প্রায় ১০ মণ আম ধ্বংস করা হয়।