গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর উত্তরপাড়া এলাকায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু। গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ডোবা থেকে ওই চার শিশুর মরদেহ উদ্ধার করে।
মৃত শিশুরা হলো বগুড়ার সোনাতলা উপজেলার সুজাবপুর এলাকার শামীমের ছেলে ফরহাদ (৬), একই এলাকার জিয়ারুলের মেয়ে মিষ্টি (১০), নেত্রকোনার বারহাট্টা উপজেলার শিমুলিয়া এলাকার তৌহিদ মিয়ার মেয়ে তানিয়া (৯) ও ছেলে ইব্রাহিম (৬)। তাদের পরিবার ভাওয়াল মির্জাপুর এলাকায় বাসা ভাড়া করে থাকে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, গতকাল দুপুরে ওই চার শিশু খেলা করার জন্য বাসা থেকে বের হয়। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও তারা বাসায় ফিরছিল না। একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যায় তাঁরা জানতে পারেন, ফরহাদ, মিষ্টি, ইব্রাহিম ও তানিয়া ওই ডোবার পাশে খেলছিল। তাঁদের সন্দেহ হলে ওই ডোবায় নেমে খুঁজতে শুরু করেন। ডোবা থেকেই মৃত অবস্থায় ওই চার শিশুকে উদ্ধার করা হয়। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।