Thank you for trying Sticky AMP!!

খোকসা থানার ওসি প্রত্যাহার

কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে তাঁকে প্রত্যাহারের পর কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা আজ সোমবার সকালে প্রথম আলোকে প্রত্যাহারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলটির দ্বিধাবিভক্ত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় একাধিক দিন দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০০ জন আহত হয়েছেন। পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েন নেতা-কর্মীরা।

এসব ঘটনাকে কেন্দ্র গতকাল রাতে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয় থেকে ফ্যাক্স বার্তায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মেহেদী মাসুদকে কুষ্টিয়া পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। তাঁর জায়গায় সেখানে পুলিশ পরিদর্শক (তদন্ত) দায়িত্ব পালন করছেন।