
শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী শুরু হচ্ছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৯’। এবারের বাছাই অলিম্পিয়াড নামে প্রথমে একটি ধাপ যুক্ত করা হয়েছে। বাছাই পর্ব ৬৪টি জেলায় অনুষ্ঠিত হবে। বাছাই পর্বে অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। বাছাই পর্বে কোনো উদ্বোধনী, সমাপনী ও মাঠে কোনো অনুষ্ঠান থাকবে না। শিক্ষার্থীরা ভেন্যুতে আসবে, পরীক্ষা দিয়ে আবার চলে যাবে। খাতা দেখে পরবর্তী সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করো হবে ম্যাথ অলিম্পিয়াডের ওয়েবসাইটে। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে পরবর্তীতে ১২টি শহরে দিনব্যাপী আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে এবং সবশেষে আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে ঢাকায় জাতীয় গণিত উৎসব।
বাছাই অলিম্পিয়াডের অংশগ্রহণের জন্য আগামীকাল ২১ ডিসেম্বর থেকে থেকে একযোগে ৬৪ জেলায় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। ‘আগে এলে আগে’ ভিত্তিতে প্রতি জেলায় নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে। চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। প্রাইমারি—তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫, জুনিয়র—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮, সেকেন্ডারি—নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী, হায়ার সেকেন্ডারি—একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল ও এ-লেভেল পরীক্ষার্থী। শিক্ষার্থীদের ২০১৮ সালে অধীত শ্রেণি অনুসারে তার ক্যাটাগরি নির্ধারিত হবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে। তবে রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে। কোনো ফি লাগবে না। রেজিস্ট্রেশন চলবে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.matholympiad.org.bd