গাজীপুরে ২৮ জুনের মধ্যে ভোট গ্রহণ করতে বলেছেন আদালত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের বাধা কেটেছে। এই নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেছেন, আগামী ২৮ জুনের মধ্যে এই নির্বাচনের ভোটগ্রহণ করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এর আগে সকালে শুনানি হয়। এতে নির্বাচন কমিশন, বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

৬ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দিয়েছিলেন।

শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং নির্বাচনের তফসিল নিয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস কচি। নির্বাচন কমিশনের পক্ষে তৌহিদুল ইসলাম আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ছিলেন।


নির্বাচন কমিশন-ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে ১৫ মে নির্বাচন হওয়ার কথা ছিল। এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল। এর মধ্যে রোববার নির্বাচনে স্থগিতাদেশ দেন হাইকোর্ট।

অবশ্য নির্বাচন কমিশন বলছে, ১৫ মের পূর্বনির্ধারিত সময় গাজীপুরে ভোটগ্রহণ সম্ভব হবে না।

আরও পড়ুন...
গাজীপুরের নির্বাচন স্থগিত
গাজীপুর সিটি নির্বাচনে স্থগিতাদেশ হাইকোর্টের
গাজীপুরে নির্বাচন আটকে যাওয়ার নেপথ্যে
গাজীপুরের নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
গাজীপুরে ভোট স্থগিতে আ.লীগ স্বস্তিতে, নজর এখন খুলনায়