Thank you for trying Sticky AMP!!

গৃহকর্মীদের প্রতি সহৃদয়তার জন্য পুরস্কৃত রুবাইয়ুল মুরশেদ

গৃহকর্মীদের প্রতি সহৃদয়তার জন্য পুরস্কৃত রুবাইয়ুল মুরশেদ

গৃহকর্মীদের অবস্থার উন্নয়নে কাজের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন সম্মান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. রুবাইয়ুল মুরশেদ। সম্প্রতি যুক্তরাজ্যের কাইন্ডনেস অ্যান্ড লিডারশিপের করা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ৫০ জন ‘কাইন্ড লিডার’-এর একজন নির্বাচিত হয়েছেন তিনি। মানুষের প্রতি সদয় আচরণের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুবাইয়ুল মুরশেদ সম্মান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের গৃহকর্মীদের প্রতি সদয় আচরণ করতে মানুষকে অনুপ্রাণিত করছেন। যাঁদের বাড়িতে দীর্ঘদিন ধরে কোনো একজন গৃহকর্মী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার না হয়ে কাজ করছেন, সেই গৃহকর্তাদের পুরস্কৃত করে সম্মান ফাউন্ডেশন। রুবাইয়ুল মুরশেদ পেশায় একজন শিশু শল্যচিকিৎসক।

সদয় আচরণের মধ্য দিয়ে মানুষকে প্রভাবিত করার জন্য প্রতিবছর ৫০ জন ব্যক্তিকে ‘কাইন্ড লিডার’ স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতি ‘লিডিং লাইটস’ নামেও পরিচিত।
বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করে সম্মান ফাউন্ডেশন। গারো পাহাড়ে আদিবাসীদের স্বাস্থ্যসেবা দেয় তারা।