Thank you for trying Sticky AMP!!

চবির ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তিনটি ইউনিটে (এ, বি ও সি) মেধাতালিকায় থাকা ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পৃথক চারটি রিটের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

তবে যে ইউনিটের (ডি) ফলাফল এখনো প্রকাশ হয়নি, সেই ইউনিটের ক্ষেত্রে রিট আবেদনকারীর ভর্তির বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।

মেধাতালিকায় থাকা ৮২ শিক্ষার্থী তিনটি ও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী একটি রিট করেন।

মেধাতালিকায় থাকার পরও ভর্তিপ্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে তিনটি রিট করা হয়।

দুটি রিট আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ৮২ শিক্ষার্থীর তিন ইউনিটে বিষয় নির্বাচনসহ ভর্তিপ্রক্রিয়া শেষ করতে আদালত আদেশ দিয়েছেন।