Thank you for trying Sticky AMP!!

চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায়

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহিকে ঢাকায় এলে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি সংক্ষিপ্ত সফরে আজ মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন।

ওয়েই ফেঙ্গহি ঢাকায় এলে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

ঢাকা সফরের শুরুতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর কথা চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহির।

জেনারেল ওয়েই ফেঙ্গহি সাড়ে ছয় ঘণ্টার ঢাকা সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা, পরিবর্তনশীল ভূরাজনীতি এবং টিকাকূটনীতির কারণে জেনারেল ওয়েই ফেঙ্গহির এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকেরা।

ওয়েই ফেঙ্গহি ঢাকায় আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে।