পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ওরফে চুন্নু মিয়া (৫৭) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল নয়টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও বেলা ১১টায় ধূলিয়া কলেজ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।