Thank you for trying Sticky AMP!!

ছবিতে মালিবাগের আগুন

>

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে বৃহস্পতিবার ভোরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। স্থানীয় লোকজন ও বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পুড়ে গেছে শতাধিক দোকান। এই কাঁচাবাজারে প্রায় ৩০০টি দোকান রয়েছে। বেশির ভাগ দোকানই সম্পূর্ণ পুড়ে গেছে। অনেক ব্যবসায়ী আগুনে সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। বাজারে থাকা কয়েকটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে।

প্রধান সড়কের পাশেই বাজারটি অবস্থিত।
উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।
আগুন নেভানোর প্রাণপণ চেষ্টায় কয়েকজন।
ছাইচাপা আগুনে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।
কাঁচাবাজারে প্রায় প্রতিটি দোকান পুড়ে গেছে।
বাজারটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ছাগলগুলো পুড়ে গেছে আগুনে। মৃত ছাগলগুলোর ছবি তুলছেন একজন।