Thank you for trying Sticky AMP!!

ট্রলারডুবির ২ দিন পর ভেসে উঠল জেলের লাশ

লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজের দুই দিন পর আজ রোববার ভোরে পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদী থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম মো. জুয়েল বয়াতি (৩০)। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে।

গত শুক্রবার ভোররাত চারটার পর বাদামতলা এলাকায় লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ভেঙে তলিয়ে যায়। ওই সময় ট্রলারে থাকা জেলে জুয়েল বয়াতি নদীতে তলিয়ে যান। আহত হন সঙ্গে থাকা তাঁর ভাতিজা দশম শ্রেণির শিক্ষার্থী মো. নাহিদ (১৪) ও একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. নাজমুল হোসেন (১৬)। নাহিদ ও নাজমুল লঞ্চের নিচে চলে গেলেও বেঁচে যায়।

আজ ভোরে বাউফলের চরমিয়াজান এলাকাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে জুয়েলের লাশ ভেসে ওঠে। পরে লাশটি উদ্ধার করা হয়।

জুয়েলের বাবা মো. আলী হোসেন কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার বাবার (জুয়েল) তিনটি ছেলে আছে। অগো এহন কী অইবে? ক্যামনে বাঁচবে?’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’